বোমা মেরে দেশের মানুষকে হত্যা! রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানকে খোঁচা ভারতের

September 24, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৫:  দু’দিন আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক গ্রামে বোমা ফেলেছে পাকসেনা। খোদ দেশের মানুষকেই মারছে পাকসেনা! যা নিয়ে রাষ্ট্রসংঘের (United Nations) মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে পাকিস্তানকে খোঁচা দিল ভারত। পাকসেনার বোমা বর্ষণে ৩০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি ক্ষীতিজ ত্যাগী বলেন, পাকিস্তান এমন দেশ যারা রাষ্ট্রসংঘ চিহ্নিত সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, আর সাধারণ মানুষের উপরে বোমা ফেলে।

 

ইসলামাবাদকে কাঠগড়ায় তুলে ক্ষীতিজ বলেন, ‘‘আমাদের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত অবস্থানে থাকা এক প্রতিনিধি দল ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য এই মঞ্চের অপব্যবহার করে চলেছে। আমাদের ভূখণ্ডের প্রতি লোভ করার পরিবর্তে তাদের উচিত অবৈধভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়া। সামরিক আধিপত্য দ্বারা প্রভাবিত রাজনীতি ভুলে এবং রাষ্ট্রসংঘের নথি অনুযায়ী নিপীড়নের দ্বারা কলঙ্কিত মানবাধিকাররে রক্ষা করার দিকেই মনোনিবেশ করা উচিত। তবে সম্ভবত সন্ত্রাসবাদের রপ্তানি, রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং নিজেদের লোকদের উপরই বোমা হামলা থেকে বিরতি পেলে তবেই…।”

 

উল্লেখ্য, রবিবার রাত ২টো নাগাদ পাক ফাইটার জেট ৮টি এলএস-৬ খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরহা উপত্যকার মাত্রে দারা গ্রামে বোমা ফেলে। দাবি করা হচ্ছে, ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’ জঙ্গিদের খতম করার উদ্দেশে নাকি বোমা ফেলা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশু ও মহিলা সহ ৩০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen