বিধানসভা নির্বাচনের আগে বিহারে দলীয় নেতাদের দুর্নীতি নিয়ে নাজেহাল অবস্থা বিজেপি’র!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: বিহার বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতাদের দুর্নীতি নিয়ে নাজেহাল অবস্থা BJP-র! সম্প্রতি বিহার বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন জন সুরাজ দলের সুপ্রিমো প্রশান্ত কিশোর। তালিকায় রয়েছেন উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজেপির রাজ্য দিলীপ জয়সওয়ালও। তাঁদের বিরুদ্ধে ব্যাপক জড়িত থাকার অভিযোগে সরব প্রশান্ত। এর জেরে প্রবল অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এবার তা এনিয়ে মুখ খুললেন দলেরই নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং। তিনি বলেছেন, এমন অভিযোগ দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে।
উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি ব্যবহার, এমনকী নামবদলের মতোও গুরুতর অভিযোগ করেছেন প্রশান্ত। তাঁর দাবি, সম্রাট সপ্তম শ্রেণির চৌকাঠও পেরতে পারেননি। জন সুরাজ সুপ্রিমো সম্রাটের বিরুদ্ধে নামবদলের অভিযোগও তুলেছেন। তাঁর দাবি, উপমুখ্যমন্ত্রীর নাম ছিল রাকেশ কুমার। পরে তা বদলে প্রথমে সম্রাট কুমার মৌর্য, পরে সম্রাট চৌধুরী করা হয়।
প্রশান্তর বিস্ফোরক দাবি, সম্রাট খুনের মামলায় অভিযুক্ত ছিলেন। বয়সের ভুয়ো প্রমাণ দেখিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। এহেন গুরুতর অভিযোগ সম্পর্কে মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য আর কে সিং বলেছেন, নামবদলের অভিযোগ সম্পর্কে উপমুখ্যমন্ত্রীরই সবকিছু খোলসা করা উচিত। আর সম্রাটের মাধ্যমিক পাশের দাবির সত্যতা সামনে আনা দরকার রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের। বিহারের বিজেপি রাজ্যসভাপতি, মন্ত্রী মঙ্গল পাণ্ডে ও অশোক চৌধুরীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রশান্ত।