APAS: ২ কোটি মানুষের কাছে পৌঁছল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’

September 24, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: বাংলার সরকারের অন্যতম জনমুখী প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (APAS) এক ঐতিহাসিক মাইলফলক ছুঁল মঙ্গলবার। এই জনসংযোগ প্রকল্পে যুক্ত হওয়ার মোট মানুষের সংখ্যা ছাড়িয়ে গেল ২ কোটির ঘর। গত অগাষ্ট মাসের ২ তারিখে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য স্থানীয় প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তৃণমূল স্তরের সমস্যাগুলির দ্রুত সমাধান করা। 

 

২১শে সেপ্টেম্বর, প্রকল্পটির ৫৩তম দিনে, রাজ্য জুড়ে একদিনেই আয়োজিত হয়েছিল ৫৩৬টি শিবির, যেখানে এক দিনের রেকর্ড, প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ নিজেদের সমস্যার কথা জানান।

 

সোমবার পর্যন্ত এই শিবিরে মোট উপস্থিতি ছিল ১.৯ কোটি। স্থানীয় উন্নয়ন কাজের জন্য প্রতিটি বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যের দূরবর্তী ও দুর্গম অঞ্চল-সহ মোট ৮০ হাজার বুথে পৌঁছতে মোট ৩১ হাজার ৭৪০টি শিবিরের আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ২৬ হাজার ৪৩১টি শিবির সফলভাবে আয়োজিত হয়েছে।

 

গত জুলাই মাসে এই কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর সাফল্য নিশ্চিত করতে ৮০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দুর্গাপূজার জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে বলে জানানো হয়েছে, এবং তারপর নভেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এই শিবিরগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen