পুনম পান্ডেকে বাদ দিল লবকুশ রামলীলা কমিটি, প্রতিবাদের মুখে বড় সিদ্ধান্ত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী ৪৬ বছরের পুরনো লবকুশ রামলীলা ঘিরে শুরু হয়েছিল বড় বিতর্ক। জনপ্রিয় অভিনেত্রী পুনম পান্ডেকে রাবণের স্ত্রী মন্দোদরীর ভূমিকায় নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। শেষ পর্যন্ত চাপের মুখে পিছু হটল আয়োজক কমিটি।
লবকুশ রামলীলা কমিটির সভাপতি অর্জুন কুমার মঙ্গলবার জানিয়েছেন,“হিন্দু সমাজের মানুষের বিরোধিতার কারণে আমরা মন্দোদরীর চরিত্রের জন্য নতুন অভিনেত্রীকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পুনম পান্ডে এই ভূমিকা নিয়ে ভীষণ উৎসাহী ছিলেন এবং তিনি রোজা পর্যন্ত রেখেছিলেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য। কিন্তু সামাজিক শান্তি ও ঐক্যের স্বার্থে তাঁকে বাদ দিতে হচ্ছে।”
তিনি আরও বলেন, রামচন্দ্র বিশ্বকে ঐক্য ও শান্তির বার্তা দিয়েছিলেন। তাই রামলীলা নিয়ে সমাজে বিভাজন সৃষ্টি হোক, এটা তাঁরা চান না।
বিজেপি মুখপাত্র প্রবীণ শঙ্কর কপূর এবং ভিএইচপি নেতা সুরেন্দ্র গুপ্ত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, পুনম পান্ডেকে বাদ দেওয়া হয়েছে জনগণের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে।
এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রামলীলা, দুর্গাপূজা, দান্ডিয়া এবং অন্যান্য সাংস্কৃতিক উৎসবের সময়সীমা রাত ১০টা থেকে বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করার ঘোষণা দিয়েছেন।তিনি বলেন, “আমাদের হিন্দু উৎসবগুলো রাত ১০টায় শেষ হওয়া সম্ভব নয়। গুজরাটে যেমন ডান্ডিয়া সারা রাত চলে, অন্য রাজ্যে যেমন অনুষ্ঠান হয়, তেমনই দিল্লির মানুষও সাংস্কৃতিক উৎসব উপভোগ করতে পারবেন।”
এই সিদ্ধান্তের ফলে রামলীলা আয়োজকদের জন্য বড় স্বস্তি এলেও, পুনম পান্ডেকে বাদ দেওয়ার ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।