ই-সাইন ছাড়া ভোটার কার্ড সংশোধন হচ্ছে না! নীরবে ‘ভোটচুরি’ অভিযোগ স্বীকার কমিশনের?

September 24, 2025 | < 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৫: রাহুল গান্ধীর অভিযোগ মেনে নিল নির্বাচন কমিশন? সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে ‘ভোটচুরি’ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। দেশের বিরোধী দলনেতার অভিযোগ, কর্নাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে প্রায় ৬,০০০ জনের নাম মুছে ফেলা হয়েছে ভোটার তালিকা থেকে। রাহুলের সেই অভিযোগ প্রথমে উড়িয়ে দিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission)। এখন কমিশনের পদক্ষেপে মনে হচ্ছে, আংশিকভাবে সেই অভিযোগ মেনে নেওয়া হল কমিশনের তরফে।

এবার থেকে অনলাইনে আবেদন করে ভোটার তালিকা থেকে নাম মুছতে হলে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করাতে চাইলে বা কোনওরকম সংশোধন করাতে চাইলে ই-সাইন করতে হচ্ছে। আধার কার্ড সংযুক্ত ফোন নম্বরও লাগছে। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী ভোটচুরির অভিযোগ আনার পরই কমিশন নিয়মে বদল আনল। রাহুল নিজেও সোশাল মিডিয়ায় এ নিয়ে কমিশনকে কটাক্ষ করেছেন। বিরোধী দলনেতা বলছেন, “জ্ঞানেশ কুমা জি আমরা চুরি ধরিয়ে দেওয়ার পর আপনি তালা লাগালেন। এবার চোরও আমরাই ধরিয়ে দেব।”

এর আগে অনলাইনে ভোট ডিলিট করা বা সংশোধন করার আবেদন করতে হলে শুধুমাত্র এপিকের সঙ্গে সংযুক্ত ফোন নম্বরের প্রয়োজন পড়ত। ফোন নম্বরের কোনওরকম ভেরিফিকেশন হত না। সোমবার অবধি কমিশনের অ্যাপ বা ওয়েবসাইটে ভোটার কার্ডে সংশোধন বা ডিলিট করার জন্য ই-সাইনের প্রয়োজন পড়ত না বা আধার সংযুক্ত মোবাইল নম্বরের প্রয়োজন পড়ত না। মঙ্গলবার থেকে তার প্রয়োজন পড়ছে। কিন্তু কমিশনের তরফে এখনও এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অর্থাৎ নীরবে কমিশন সংশোধন প্রক্রিয়া আগের চেয়েও সুরক্ষিত করেছে। বিরোধীদের অভিযোগ, এতদিন কমিশন তদন্তে সহযোগিতা করেনি। এবার বাধ্য হয়ে চুপিচুপি পদক্ষেপ করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen