বিতর্কিত মহুয়ার জীবনী নিয়ে বায়োপিক! অভিনেত্রীর চরিত্রে কে?

September 24, 2025 | < 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৭: বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী (Mahua Roy Chowdhury)। আজ তাঁর ৬৭তম জন্মদিন। সাফল্যের শীর্ষে পৌঁছেও ১৯৮৫ সালের ২২ জুলাই মাত্র ২৬ বছর বয়সে তাঁর রহস্যজনক মৃত্যু আজও রয়ে গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। টলিউডের তাবড় পরিচালকদের মতে, তাঁর প্রতিভা অস্বীকার করার নয়। অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই নায়িকা। এবার সেই নায়িকার জীবনকাহিনি উঠে আসছে বড়পর্দায়। পরিচালক সোহিনী ভৌমিক দীর্ঘ দেড় বছর ধরে মহুয়াকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছিলেন। অবশেষে আজ, তাঁর জন্মদিনে ঘোষণা হল ছবির নাম—‘গুনগুন করে মহুয়া’। শুধু মৃত্যু-রহস্য নয়, মহুয়ার সোনালি ফিল্মি কেরিয়ারও ফুটে উঠবে পর্দায়।

নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে টলি-পাড়ায় চলছিল নানা জল্পনা। একসময়ে স্বস্তিকা দত্তের নাম সামনে এলেও শেষমেশ চূড়ান্ত হয়-অঙ্কিতা মল্লিকই হবেন মহুয়া। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের মুখ হিসেবে পরিচিত অঙ্কিতা প্রথমবার বড়পর্দায় পা রাখছেন এই বায়োপিকের মাধ্যমে। চলতি বছরের শেষ থেকেই শুরু হয়ে যাবে অঙ্কিতার ‘মহুয়া’ হয়ে ওঠার প্রস্তুতি। তাঁকে সাজাবেন রূপসজ্জাশিল্পী সোমনাথ কুণ্ডু এবং তাঁর পোশাক ডিজাইন করবেন সাবর্ণী দাস।

প্রযোজনার দায়িত্ব নিয়েছেন রানা সরকার। আর এই ছবির মাধ্যমেই সোহিনী ভৌমিকের বড়পর্দার পরিচালনায় অভিষেক ঘটছে। মাত্র ২৬ বছর বয়সে খ্যাতনামী হলেও, শোনা যায় অনেক আঘাত ও অন্যায় সহ্য করতে হয়েছিল তাঁকে। অভিনেত্রীর জীবনের উত্থান, সাফল্য আর অকালমৃত্যুর কাহিনি কীভাবে ফুটে উঠবে সিনেমার পর্দায়, সেই অপেক্ষাতেই দর্শকমহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen