Navaratri: অ-হিন্দুদের গরবায় প্রবেশে বাধা RSS পরিচালিত সংগঠনগুলির

September 24, 2025 | < 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৬: আরএসএস (RSS) পরিচালিত হিন্দুত্ববাদী সংগঠনগুলির তরফে কড়া নির্দেশিকা জারি হওয়ায় ছত্তিশগড়ের বস্তার ও রাজস্থানের কোটা-ভিলওয়ারা অঞ্চলে নবরাত্রি উৎসবের উদযাপন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার পরিস্থিতি। বিশ্ব হিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad) ও বজরং দল (Bajrang Dal) গরবা অনুষ্ঠানে অ-হিন্দুদের স্পনসর বা অংশগ্রহণ করাকে “ধর্মীয় ঐতিহ্যের পবিত্রতা লঙ্ঘন” বলে দাবি করে এর বিরুদ্ধে সরব হয়েছে।

বিজেপি-শাসিত রাজস্থানের (Rajasthan) কোটা ও ভিলওয়ারা শহরজুড়ে দেখা যাচ্ছে নানান সাইনবোর্ড, পোস্টার ও সতর্কবার্তা, যেখানে গরবা উৎসব কীভাবে পরিচালিত হবে তার একগুচ্ছ বিধিনিষেধ তুলে ধরা হয়েছে। কোটার নয়াপুরা, সবজি মণ্ডী ও ঝালাওয়ার রোডে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিশাল হোর্ডিং টাঙানো হয়েছে, যাতে স্পষ্টভাবে অ-হিন্দুদের গরবা উদযাপনে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি, অশালীন বা আপত্তিজনক গান বাজানো কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সংগঠনগুলির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গরবা প্যান্ডেলে প্রবেশের জন্য সকলকে আধার কার্ড দেখাতে হবে এবং প্রত্যেককে কপালে তিলক পরতে সম্মত হতে হবে। কোটা শহরে এই সমস্ত নির্দেশিকা ঠিকমতো পালন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে বজরং দল গরবা অনুষ্ঠানে হঠাৎ করে তদারকি (surprise visit) করার জন্য বিশেষ দলও গঠন করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen