পুজোতেও বৃষ্টির ভ্রুকুটি! ঘরেই কিভাবে করবেন আনন্দের আয়োজন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪১: দ্বিতীয়ায় প্রবল বর্ষণে জলমগ্ন কলকাতা। উত্তর থেকে দক্ষিণ- গোটা শহর ভেসে যাচ্ছে দুর্যোগের স্রোতে। এই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই আশঙ্কা বাড়ছে – যদি পুজোর দিনগুলোতেও ধারাবাহিকভাবে চলে বৃষ্টি, তবে তো আনন্দে ভাঁটা পড়বেই!
তবে মনে রাখা দরকার, দুর্গাপুজো শুধু বাইরে ঘোরাঘুরির মধ্যেই সীমাবদ্ধ নয়। এ উৎসবের আসল রং মিশে থাকে আনন্দ, মিলন আর উচ্ছ্বাসে। তাই আবহাওয়া দপ্তর যাই বলুক না কেন, ঘরে বসেও করা যায় উৎসবের আয়োজন।
ঘরে বসেই কেমন করে কাটাবেন পুজোর দিনগুলো
ভার্চুয়াল ঠাকুরদর্শন:

এখন প্রায় প্রতিটি বড় পুজোরই সরাসরি সম্প্রচার হয় টিভি ও সোশ্যাল মিডিয়ায়। তাই ঘরে বসেই সাজগোজ করে অনলাইনে ঠাকুর দেখা হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা।
ঘরেই জমুক আড্ডার আসর:

বাইরে বেরোনো কষ্টকর হলে ঘরেই হোক জমজমাট আড্ডা। পরিবার, বন্ধুবান্ধব বা আত্মীয়রা মিলে তাস খেলা, কুইজ, অন্তাক্ষরী কিংবা সিনেমা ম্যারাথন হতে পারে উৎসবের অন্যতম আকর্ষণ।
ঘরোয়া ভোগের স্বাদ:

বৃষ্টির দিনে বাইরে না গিয়েও পুজোর আসল স্বাদ মিলবে রান্নাঘরে। খিচুড়ি, লাবড়া, চাটনি থেকে শুরু করে মিষ্টি পায়েস- সবই ঘরে বানিয়ে নেওয়া যায়। ঘরোয়া খাবারের আনন্দই আলাদা।
সেলফির আনন্দ:

একান্তই বাইরে বেরোতে না পারলে বাড়িতেই শাড়ি, পাঞ্জাবি কিংবা ফ্যাশনেবল পোশাকে সেজে সেলফি তুলে রাখুন স্মৃতির পাতায়।
ওটিটি-র রঙিন দুনিয়া:

বাইরে বেরোনো না গেলেও বিভিন্ন ওটিটি সিরিজ বা সিনেমা সপরিবারে দেখে সুন্দর সময় কাটানো যেতে পারে।
পুজোর আসল আনন্দ আসে পরিবার, বন্ধুবান্ধব ও ভালোবাসার সঙ্গে ভাগ করে নেওয়া মুহূর্তে। সেটাই হোক আগামী বৃষ্টিস্নাত পুজোর সবচেয়ে সুন্দর উপহার।