নেইমারকে বিশ্বকাপে চান রোনাল্ডো, আনসেলোত্তিকে দিলেন পরামর্শ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫০: ব্রাজিল ফুটবলের কিংবদন্তি রোনাল্ডো আবার নতুন করে নেইমারকে ব্রাজিল জাতীয় দলে দেখতে চাইছেন। আগামী বছরের নর্থ আমেরিকায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, এবং রোনাল্ডো মনে করছেন, সুস্থ নেইমার থাকলে ব্রাজিলের সাফল্যের সম্ভাবনা অনেক বেশি।
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো, যিনি ৭৯ গোল করেছেন ১২৮ ম্যাচে, বলেছেন, “নেইমার আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের দলে তার মতো অন্য কেউ নেই। ভক্তরা ১০০ শতাংশ আশা করছে যে তিনি বিশ্বকাপে খেলবেন। যদি নেইমার থাকেন, আমরা আরও ভালো ফলাফল পাব।”
৩৩ বছর বয়সী নেইমার ২০২৩ সালের অক্টোবর মাসে হাঁটুর চোটে আক্রান্ত হওয়ায় জাতীয় দলের জার্সি পরে অনেক দিন খেলেননি। এরপর সে জানুয়ারিতে সৌদি আরবের আল হিলাল থেকে তার প্রথম ক্লাব সান্টোসে ফিরে আসে। সেখান থেকে নিয়মিত খেললেও আনসেলোত্তি এখনও তাকে জাতীয় দলে ডাকেননি।
রোনাল্ডো আরও বলেন, “নেইমার সুস্থ থাকলে দলে তার উপস্থিতি আমাদের জন্য অনেক বড় শক্তি।”
নেইমারের জীবনের গত কয়েক বছর চোটে সমস্যায় ভরা ছিল। ২০১৯ সালে ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা জেতার সময়ও তিনি চোটের কারণে খেলতে পারেননি। ২০২৩ সালের আগস্টে তিনি পিএসজি থেকে আল হিলালে যোগ দেন, কিন্তু মাত্র পাঁচ ম্যাচ খেলেন এবং এক গোল করেন। এরপর আন্তর্জাতিক ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে তিনি হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে ফেলেন। দীর্ঘ এক বছরের চোটের বিরতির পর তিনি আবার সান্টোসে ফিরেছেন।
আনসেলোত্তি আগের বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে নেইমারকে দলে না ডাকার পর জানিয়েছিলেন, “নেইমারকে জাতীয় দলে জায়গা পেতে হলে আরও ফিট হতে হবে। বিশ্বকাপে সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য এখন সে তৈরী নয়।”