আরিয়ান খানের ডেবিউ সিরিজ নিয়ে আদালতে সমীার ওয়াংখেড়ে,২ কোটি টাকার মানহানির মামলা

September 25, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৭: বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, নেটফ্লিক্স এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন প্রাক্তন এনসিবি (NCB) মুম্বই জোনাল ডিরেক্টর ও আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ে। দিল্লি হাইকোর্টে দাখিল করা এই মামলায় ওয়াংখেড়ে ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি টাকা দাবি করেছেন। তিনি জানিয়েছেন, এই টাকা তিনি টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল-এ ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য দান করবেন।

ওয়াংখেড়ে অভিযোগ করেছেন, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডিরেক্টোরিয়াল ডেবিউ ওয়েব সিরিজ “The Ba**ds of Bollywood”-এ তাঁর এবং মাদকবিরোধী সংস্থার ভাবমূর্তি ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করা হয়েছে। তাঁর দাবি, সিরিজটিতে মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, যা তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্মান নষ্ট করছে।

মামলায় আরও বলা হয়েছে, বর্তমানে আরিয়ান খান এবং ওয়াংখেড়েকে ঘিরে যে আইনি প্রক্রিয়া মুম্বই হাইকোর্ট ও এনডিপিএস বিশেষ আদালতে চলছে, সেই পরিস্থিতির সুযোগ নিয়েই এই কনটেন্ট তৈরি করা হয়েছে। ওয়াংখেড়ে বিশেষভাবে উল্লেখ করেন একটি দৃশ্যের কথা, যেখানে চরিত্রটি ‘সত্যমেব জয়তে’ উচ্চারণের পর অশালীন ভঙ্গি প্রদর্শন করে। তাঁর দাবি, এটি Prevention of Insults to National Honour Act, 1971 অনুযায়ী গুরুতর অপরাধ এবং এর জন্য শাস্তির ধারা রয়েছে।

তিনি আরও বলেন, সিরিজটির বেশ কিছু অংশ আইটি অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করেছে, যা জাতীয় অনুভূতিকে আঘাত করে এবং অশ্লীল ও উসকানিমূলক কনটেন্ট প্রচার করছে।

ওয়াংখেড়ে আদালতের কাছে দাবি করেছেন, এই সিরিজের স্ট্রিমিং এবং ডিস্ট্রিবিউশন অবিলম্বে বন্ধ করতে হবে এবং কনটেন্টটিকে মানহানিকর ঘোষণা করতে হবে। তাঁর মতে, এটি কেবল তাঁর ব্যক্তিগত কারণ নয়, বরং মাদক আইন প্রয়োগকারী সংস্থাগুলির প্রতি সাধারণ মানুষের বিশ্বাসকেও নষ্ট করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen