রাজ্য বিভাগে ফিরে যান

লক্ষ্য অর্থনৈতিক স্বনির্ভরতা, হাঁস ও মুরগি, ছাগল বিলির ভাবনা রাজ্যের

October 6, 2020 | 2 min read

স্বনির্ভর গোষ্ঠী এবং গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার মানোন্নয়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। পশুপালনের মাধ্যমে রোজগার বাড়াতে চলতি আর্থিক বছরে তাদের ব্যাপক পরিমাণে মুরগি ও হাঁসের বাচ্চা এবং ছাগল বিলি করা হবে বলে ঠিক হয়েছে। প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের চার হাজার স্বনির্ভর গোষ্ঠীর জন্য ৮৪ হাজার ছাগল দেওয়া হবে। অন্যদিকে, মুরগি ও হাঁসের বাচ্চা পাবেন যথাক্রমে ৯ লক্ষ ৫০ হাজার এবং ৫০ হাজার উপভোক্তা। প্রাণী বিলি এবং প্রাপক সংখ্যার নিরিখে দক্ষিণ ২৪ পরগনা জেলা তালিকার শীর্ষে রয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

ওই সূত্রটি জানিয়েছে, হাঁস ও মুরগির ক্ষেত্রে প্রতি উপভোক্তা ১০টি করে বাচ্চা পাবেন। অন্যদিকে, প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে ২১টি করে ছাগল পালন করার জন্য দেওয়া হবে। ১০টি মুরগির বাচ্চা কেনা, তার খাওয়া-দাওয়া, ওষুধ ইত্যাদির জন্য খরচ হবে ৬০০ টাকা। অন্যদিকে, ১০টি হাঁসের বাচ্চার জন্য সব মিলিয়ে ৭৫০ টাকা খরচ হবে। কোন কোন উপভোক্তাকে এই প্রাণীপালন করতে দেওয়া হবে, তার জন্য ৩১ অক্টোবরের মধ্যে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাণী বিলির সময় জেলা, মহকুমা এবং ব্লক প্রশাসনের কর্তাদের উপস্থিত থাকতে হবে।

কোন জেলায় কত সংখ্যক হাঁস ও মুরগির বাচ্চা দেওয়া হবে? সূত্রটি জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী দেওয়া হচ্ছে পালনের জন্য। জেলার ৭৩ হাজার ৩৯০ জন উপভোক্তাকে ৭৩ লক্ষ ৩ হাজার ৯০০টি মুরগি এবং ৪ হাজার ৫০০ উপভোক্তাকে ৪৫ হাজার হাঁসের বাচ্চা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এরপর রয়েছে মুর্শিদাবাদ। সেখানে ৬ লক্ষ ৪৮ হাজার ১০০টি মুরগি এবং ৩৯ হাজার হাঁসের বাচ্চা দেওয়া হবে। তৃতীয় স্থানে আছে পূর্ব বর্ধমান। এই জেলায় ৬ লক্ষ ২৬ হাজার ৩০০টি মুরগি এবং ৩৪ হাজার হাঁসের বাচ্চা বিতরণ করা হবে। অন্যদিকে, ছাগল পালনের জন্য দক্ষিণ ২৪ পরগনার ৩১৯টি স্বনির্ভর গোষ্ঠীকে ৬ হাজার ৬৯৯টি ছাগল দেওয়া হবে। তারপরে রয়েছে মুর্শিদাবাদ। এই জেলায় ২৮৬টি গোষ্ঠীকে ৬,০০৬টি ছাগল পালন করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে দপ্তর। এছাড়া বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনার মতো জেলায় পাঁচ হাজারের বেশি করে ছাগল পালন করতে দেওয়া হবে। এত সংখ্যক প্রাণী দেওয়ার উদ্দেশ্য কী? প্রাণিসম্পদ দপ্তরের বক্তব্য, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি পশুপালনের মধ্যে দিয়ে গরিব এবং দুঃস্থ মহিলাদের স্বনির্ভর করে তোলাই লক্ষ্য রাজ্যের।

TwitterFacebookWhatsAppEmailShare

#self help group, #State Government

আরো দেখুন