জমা জলে প্রাণহানি নিয়ে রাজনীতি! বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা

September 25, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: কলকাতায় প্রবল বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের মাঝেই বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চতুর্থীর দিন শহরের একাধিক দুর্গাপুজোর (Durga Puja) উদ্বোধনে গিয়ে তিনি বলেন, “আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। মৃত্যু দুর্ভাগ্যজনক। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, তাঁরা নিজেদের মুখ আয়নায় দেখুক।”

সোমবারের দুর্যোগে শহর কার্যত জলমগ্ন হয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক প্রাণহানির ঘটনায় বিরোধীরা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হয়। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। তিনি আশ্বাস দেন, বাংলার মানুষের পাশে থাকবেন এবং প্রশাসন যথাসাধ্য চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে।

আলিপুর বডিগার্ড লাইনস ও সুরুচি সংঘের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রীয় বিজেপি (BJP) সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ডিভিসি (DVC), ফরাক্কা, মাইথনের জলছাড়া ও ড্রেজিং না হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “ওদের ছাড়া জলে আমরা ডুবি। বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গিয়েছে। কিছুতেই শোনে না।”

তবে প্রশাসনের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই জল সরানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি। “৩০০ মিলিমিটার রেঞ্জে বৃষ্টি হয়েছে, গঙ্গা, নালা, খাল সব ভর্তি ছিল। তবু ছয় ঘণ্টার মধ্যে জল সরানো গেছে,” বলেন মুখ্যমন্ত্রী।

বিজেপিশাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে বলেন, “লন্ডনেও জল জমলে ১০ দিন থাকে। দিল্লি, মহারাষ্ট্রে পাঁচ-ছয় দিন।” কেন্দ্রকে তোপ দেগে বলেন, “তোমরা আমাদের জলে ভাসাও, আমরা জল তাড়াই।” রাজ্যে সাড়ে পাঁচ লাখ পুকুর খনন ও ৫০০ চেকড্যাম তৈরির কথা তুলে ধরেন তিনি।

মানুষের আশীর্বাদে আবার ক্ষমতায় ফিরলে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়, তা তিনি জানেন বলেও হুঁশিয়ারি দেন। রাজনৈতিক দৃঢ়তা প্রকাশ করে বলেন, ,“আপনাদের আশীর্বাদে যদি আমি ফিরে আসতে পারি, জানি কীভাবে ব্যবস্থা নিতে হয়।” কেন্দ্রীয় উদাসীনতার মোকাবিলায় বিকল্প পথ কীভাবে তৈরি করতে হয়, সে দক্ষতা তাঁর রয়েছে, তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, প্রবল বর্ষণের পর বুধবার থেকেই কলকাতা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। বৃহস্পতিবার সকালে শহরের অধিকাংশ রাস্তাই জলমুক্ত দেখা গেছে, যা কিছুটা স্বস্তি দিয়েছে নাগরিকদের। পুরসভার তরফে জানানো হয়েছে, আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, ঠনঠনিয়ার মতো এলাকাগুলিতে জল নামায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে ইএম বাইপাস সংলগ্ন অঞ্চল, জোকা, সরশুনা এবং মেটিয়াবুরুজের কিছু অংশ এখনও জলের তলায়। পুরসভার আশ্বাস, কয়েক ঘণ্টার মধ্যেই এই এলাকাগুলিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen