ওষুধে ১০০% Tariff! ট্রাম্পের ঘোষণায় মাথায় হাত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর

September 26, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৭: দুনিয়া জুড়ে যুদ্ধ থামিয়ে বেড়ালেও Tariff War থামাচ্ছেন না ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বৃহস্পতিবার আরও এক নতুন বাণিজ্যিক পদক্ষেপ ঘোষণা করলেন। ট্রাম্প জানিয়েছেন, ১ অক্টোবর থেকে আমেরিকায় বেশ কয়েকটি পণ্যের আমদানির উপর বিশাল অঙ্কের কর বসানো হবে। বড় পরিবর্তন আসছে ওষুধে। যার জেরে চিন্তায় পড়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি।

ট্রাম্প জানান, “যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমেরিকায় কারখানা না গড়ে, তাহলে আমি তাদের ওপর ১০০% আমদানি কর বসাচ্ছি। কাজ শুরু করতে হবে, নির্মাণ চলবে। নইলে কোনও ছাড় নেই।” ওষুধে ১০০%, রান্নাঘর ও বাথরুম ক্যাবিনেটে ৫০%, আসবাবে ৩০%, হেভি ট্রাকে ২৫% আমদানি কর বসতে চলেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমদানি বাড়ার ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব পদক্ষেপ মার্কিন শিল্পকে রক্ষা করবে, বাজেট ঘাটতি কমাবে এবং দেশীয় উৎপাদন বাড়াবে। তিনি বলেন, “আসবাবপত্র আর ক্যাবিনেট আমাদের বাজার ভরিয়ে দিচ্ছে। হেভি ট্রাকও একইভাবে ক্ষতি করছে। জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণে শুল্ক প্রয়োজন।” যদিও বিশেষজ্ঞদের মতে, বার বার নতুন শুল্ক চাপানোর ফলে মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক বৃদ্ধি ধাক্কা খাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen