৬ বছরের দলিত শিশুকে গণধর্ষণ-মৃত্যু,পরিজনদের বিক্ষোভে উত্তাল হাথরাস

হাথরস থানা এলাকার অন্তর্গত সারাবাদের ইগ্লাস গ্রামে ৬ বছরের বালিকাকে ১৫ দিন আগে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

October 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

হাথরসের ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বাচ্চাটি প্রাণ হারিয়েছে, দিল্লিতে চিকিৎসার পরে

এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল হাথরস। হাথরস থানা এলাকার অন্তর্গত সারাবাদের ইগ্লাস গ্রামে ৬ বছরের বালিকাকে ১৫ দিন আগে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লিতে চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই নাবালিকার মৃত্যু হয়। আজ দেহ নিয়ে পথ অবরোধ পরিজনদের। তাঁদের দাবি, যতক্ষণ না সব অপরাধী ধরা পড়বে এবং থানার আধিকারিককে সাসপেন্ড করা হবে, ততক্ষণ নাবালিকার শেষকৃত্য করা হবে না। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen