নিজের বিদায়ের ঘন্টা বাজালেন সের্জিও বুস্কেতস,২০২৫ মরশুম শেষে ফুটবলকে জানাবেন আলবিদা

September 26, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৪: ফুটবল বিশ্বে আরও এক কিংবদন্তির বিদায়ের ঘোষণা ফুটবল জীবন থেকে। ইন্টার মিয়ামির তারকা এবং প্রাক্তন বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার সের্জিও বুস্কেতস জানিয়েছেন, ২০২৫ মরশুম শেষে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩৭ বছর বয়সি এই তারকা বলেন, “এটাই মাঠে আমার শেষ কয়েক মাস। আমি খুব খুশি হয়েই এই বিদায় নিচ্ছি। আমার ফুটবল জীবনের সঙ্গে থাকা সকল মানুষ এবং সকল সমর্থকদের ধন্যবাদ জানাই। তোমরা সবসময়ই আমার সুন্দর মুহূর্তের অংশ হয়ে থাকবে।”

 

বুস্কেতসকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়। খেলার মধ্যে তার ঠান্ডা মাথা, নিখুঁত পাসিং এবং খেলার গতি নিয়ন্ত্রণের ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। বার্সেলোনার হয়ে তিনি নয়টি লা লিগা শিরোপা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন।

 

শুধু ক্লাব ফুটবলেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তার অবদান অবিস্মরণীয়। স্পেন জাতীয় দলের সদস্য হিসেবে তিনি ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ১৪৩টি ম্যাচ খেলার রেকর্ড। ২০২২ বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

 

২০২৩ সালে বুস্কেতস পাড়ি জমান আমেরিকা যুক্তরাষ্ট্রে, যেখানে তিনি তাঁর প্রাক্তন সতীর্থ লিওনেল মেসির সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দেন।

 

বুস্কেতসের বিদায় কেবল বার্সেলোনা বা স্পেনের জন্য নয়, গোটা ফুটবল বিশ্বের জন্য এক আবেগঘন মুহূর্ত। ফুটবলের ইতিহাসে তার নাম চিরকাল থাকবে এক অনন্য নাম হিসেবে। তার ক্যারিয়ার প্রমাণ করে, খেলার সৌন্দর্য শুধু গোল করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং খেলাকে নিয়ন্ত্রণের মধ্যেও রয়েছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen