Bihar Elections 2025: হারের আশঙ্কা! বিহারে BJP-র প্রার্থী তালিকা থেকে বাদ ১৫ বিধায়ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: দু’দিনের টানা বৈঠকের পর চূড়ান্ত হল বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) প্রার্থী তালিকা। সূত্রের খবর, প্রায় ১৫ জন বর্তমান বিধায়ক (MLA) এবার বাদ পড়তে চলেছেন।
বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে প্রায় ১৫ ঘণ্টার ম্যারাথন বৈঠকে প্রতিটি বিধানসভা কেন্দ্র নিয়ে বিশ্লেষণ হয়। আলোচনায় উঠে আসে সাংগঠনিক দুর্বলতা, বুথ কমিটির কার্যকারিতা, স্থানীয় অসন্তোষ এবং প্রতিষ্ঠানবিরোধী হাওয়ার বিষয়।
জেলাগুলি থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ নেতাদেরই আলোচনায় রাখা হয়। টিকিট প্রত্যাশীদের বাদ দেওয়া হয়। কিছু নেতা নিজেদের মনোনয়ন দাবি করলেও কোর কমিটি তা নাকচ করে দেয়। জেলা সভাপতিদের নির্দেশ দেওয়া হয়, যেন তাঁরা প্রতিটি কেন্দ্রে সবচেয়ে শক্তিশালী প্রার্থীর নাম প্রস্তাব করেন।
তালিকা থেকে বাদ পড়তে চলেছেন যাঁদের আনুগত্য নিয়ে ২০২৪ সালের অনাস্থা ভোটে প্রশ্ন উঠেছিল, এমন বিধায়করা। পাশাপাশি, ৭০ বছরের বেশি বয়সী এবং দলের অন্দরে নিষ্ক্রিয় নেতারাও রয়েছেন এই তালিকায়।
এনডিএ (NDA) জোটের আসন সমঝোতা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। রাজনৈতিক মহলের অনুমান, বিজেপি বিহারে (Bihar) ১০৩টি আসনে লড়বে। ২৪৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে অক্টোবর অথবা নভেম্বরে।