LIVE Asia Cup: টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনালে ভারত

September 26, 2025 | 2 min read
Published by: Manas Modak

May be an image of 5 people and text that says 'S GILL 77 Mundhee 29 CHANIKA 20. 가장'

০০:৩১: রুদ্ধশ্বাস ম্যাচে অবশেষে জয় ভারতের। সুপার ওভারে বাজিমাত টিম ইন্ডিয়ার।

০০:২৪: সুপার ওভারের প্রথম ইনিংস শেষে ভারতের সামনে জয়ের লক্ষ্য মাত্রা তিন রান

০০.১৬: ভারতের হয়ে সুপার ওভারে বল করতে এসে প্রথম বলেই উইকেট নিলেন অর্শদ্বীপ সিং

০০:০৯: ২০ ওভার শেষে শ্রীলঙ্কার রান ও ভারতের রান এখন সমান। ম্যাচ গড়ালো সুপার ওভারে

০০:০৪: বড় উইকেট ভারতের ঝুলিতে, হর্ষিত রানার বলে আউট হয়ে ১০৭ রান করে সাজঘরে ফিরলেন নিশঙ্কা

০০:০১: ১৯ ওভার শেষে শ্রীলঙ্কার রান ১৯১-৪, শেষ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ১২ রান

২৩.৫৩: ১০০ রান সম্পূর্ণ করলেন শ্রীলঙ্কান ব্যাটার নিশঙ্কা

২৩.৫০: চতুর্থ উইকেট ভারতের ঝুলিতে, শ্রীলঙ্কার রান ১৬৩-৪

২২:৪২: তৃতীয় উইকেটের পতন শ্রীলঙ্কার কুলদীপের বোলিং জাদুতে।

২২:৩৮: ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার রান ১৫৭-২ উইকেটের বিনিময়

২২:২৭: দ্বিতীয় উইকেট ভারতের ঝুলিতে, বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন কুশল পেরেরা

২৩:০৩: ৫০ করলেন নিশঙ্কা

২২:৫৫: ৬ ওভার শেষে রান সংখ্যা ৭২-১

২২:৪৬: ৫০ রানের গন্ডি টপকালো শ্রীলঙ্কা

২২:৩৮: ৩ ওভার শেষে শ্রীলঙ্কার রান সংখ্যা ৩০ -১ উইকেটে

২২:২৬: ১ ওভার শেষে শ্রীলঙ্কার রানসংখ্যা ৭-১ উইকেটের বিনিময়

২২:২২: হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে ০ রানে সাজঘরে ফিরলেন মেন্ডিস

২২.২১: দ্বিতীয় ইনিংসের খেলা শুরু, শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নেমেছেন মেন্ডিস ও নিশঙ্কা

২২.০০: ২০ ওভার শেষে ভারতের রানসংখ্যা ২০২-৫ উইকেটের বিনিময়

২৩.৫১: ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১৮৯/৫

২৩.৩৫: ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১৬২/৪

২৩.২২: ১৪ ওভার শেষে স্কোর ১৩৯/৪

২১.১৮: ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১৩৩/৩

২০:৫৯: ৬১ রানে আউট হলেন অভিষেক।

২০:৪৭: একবার সুইপে বাঁচলেও দ্বিতীয়বার আর রক্ষা পেলেন না সূর্যকুমার। হাসরঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন ১৩ বলে ১২ রান করে। এখনও ফর্মে ফিরতে পারলেন না ভারতের অধিনায়ক।

২০:৪০: ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা যেন এশিয়া কাপে স্বপ্নের ফর্মে রয়েছেন। সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ২২ বলে অর্ধশতরান করে তিনি গড়লেন টানা তৃতীয় ম্যাচে ফিফটির কীর্তি।

২০:২২: ঠিক যেমনটা প্রত্যাশা করা যায় তাঁর কাছ থেকে-অভিষেক শর্মা আবারও নিজের আগ্রাসী ব্যাটিং-এ মাত্র ১৩ বলে ২৬ রান দিয়ে ম্যাচের শুরুতেই ছন্দ ভেঙে দিলেন শ্রীলঙ্কার বোলারদের।

২০:১৩: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ভারতের শুরুটা একটু ধাক্কা খেয়েই হয়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারে শুভমন গিল আউট হয়ে যান মাত্র 15 রানে।

এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে টসে হারলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠান

 

ভারত (প্রথম একাদশ): অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী

শ্রীলঙ্কা (প্রথম একাদশ): পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কুশল পেরেরা, চরিত আসালঙ্কা, জেনিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুশমন্থা চামেরা, মহেশ থেকশানা, নুয়ান থুশারা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen