ক্রিকেট মাঠে বচ্চন পুত্র, শোয়েব আখতার মুখ ফসকে এ কী বললেন?

September 27, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৫: এশিয়া কাপের ফাইনালের উত্তেজনা চরমে, আর তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতারের মুখ ফসকানো এক মন্তব্য। পাকিস্তানি স্পোর্টস টক শো গেম অন হ্যায় -এ ভারতের বিপক্ষে ফাইনালের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে এক মজার ভুল করেন শোয়েব।

পাকিস্তানের ব্যাটিং বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, “যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে আগেই আউট করতে পারে, তাহলে তাদের মিডল অর্ডারের কী হবে? পাকিস্তানের মিডল অর্ডার তেমন পারফর্ম করছে না।”

এই কথা শুনেই স্টুডিও জুড়ে হাঁসি ছড়িয়ে পরে। শোয়ের সঞ্চালক এবং অন্য অতিথিরা সঙ্গে সঙ্গে শোয়েবকে সংশোধন করেন যে তিনি আসলে বলতে চেয়েছিলেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মার নাম, যিনি টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন এবং পরপর দুই ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছেন।

কিন্তু নামের এই অদলবদল মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন নিজেও। তিনি X-এ খবরের লিংক শেয়ার করে লিখেছেন,
“স্যার, সমস্ত সম্মান রেখেই বলছি আমার মনে হয় না তারা সেটা পারবে! আমি তো ক্রিকেট খেলাতেও তেমন ভালো নই।”

এই মজার আদানপ্রদান দুই দেশের সমর্থকদের মুখে হাসি ফোটাল, যা কিছুটা হলেও ফাইনালের চাপ কমিয়েছে।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও দুই দেশের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে এই হাইভোল্টেজ ম্যাচে, যেখানে এক ভুল উচ্চারণই ম্যাচের আগে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen