অপেক্ষার অবসান! IFA Shield-এ খেলবে মোহনবাগান
September 27, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:১৫: অপেক্ষার অবসান। আইএফএ শিল্ডে খেলবে সবুজ-মেরুন শিবির। সোশাল মিডিয়ার মাধ্যমে মোহনবাগান জানিয়েছে, তারা ঐতিহ্যবাহী টুর্নামেন্টে খেলবে।

পুজোর পরেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। ৮ অক্টোবর থেকে শুরু হবে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। চার বছর পর আয়োজন হতে চলা এই টুর্নামেন্টে ৬টি দল খেলার কথা। তিনটে আই লিগ এবং তিনটে আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে আইএফএ-র। ইস্টবেঙ্গল খেলার কথা আগেই জানিয়েছিল। কিন্তু বাংলার আরও দুই ক্লাব মহামেডান ও ডায়মন্ডহারবার খেলবে না।
আইএফএ-র কাছে মোহনবাগান ফ্যান ক্লাবের তরফ থেকে চিঠি লেখা হয়েছিল। আইএফএ সচিব অনির্বাণ দত্ত সময়সীমা বাড়িয়েও দেন। অবশেষে সোশাল মিডিয়ায় মোহনবাগান জানাল যে তারা শিল্ডে খেলবে।