Chaitanyananda: গ্রেপ্তারি এড়ানোর দু’সপ্তাহ পর অবশেষে পুলিশের জালে দিল্লির কুখ্যাত ‘বাবা’
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৩০: দিল্লির এক অভিজাত এলাকার আশ্রমে ১৭ জন নারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ‘গডম্যান’ স্বামী চৈতন্যানন্দ সরস্বতী (Swami Chaitanyananda) শেষপর্যন্ত আগ্রায় গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ পঞ্চাশ দিন ধরে পালিয়ে বেড়ানোর পর গতরাতেই তাকে আটক করে পুলিশ। দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের তথাকথিত ‘পরিচালক’ এই ব্যক্তি পার্থ সারথী নামেও পরিচিত।
তার বিরুদ্ধে অভিযোগগুলি বেশ গুরুতর। শুধু অশালীন ভাষা ব্যবহার বা আপত্তিকর মেসেজ পাঠিয়েই তিনি ক্ষান্ত হননি, বরং শারীরিক সম্পর্কে বাধ্য করারও চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠে এসেছে ভুক্তভোগীদের বক্তব্যে। গত ৪ঠা অগাষ্ট তিনি পালিয়ে যান, যখন এয়ার ফোর্সের হেডকোয়ার্টারের তরফ থেকে একটি অভিযোগ পৌঁছয় তার প্রতিষ্ঠানে।
গতরাত প্রায় সাড়ে তিনটের সময় আগ্রার তাজগঞ্জ এলাকার হোটেল ফার্স্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রপাত গত অগাষ্ট মাসের শুরুতে। একটি FIR অনুযায়ী, প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে এক প্রাক্তন ছাত্রী একটি চিঠি লেখেন, যাতে স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তোলা হয়। পরের দিনই এয়ার ফোর্সের এডুকেশন ডিরেক্টরেটের এক গ্রুপ ক্যাপ্টেন র্যাঙ্কের অফিসার একটি ইমেল পাঠান। সেই ইমেলেও একই ধরণের একাধিক অভিযোগের কথা উল্লেখ করা হয়। এই ইনস্টিটিউটে বায়ুসেনার কর্মকর্তাদের পরিবারের অনেক ছাত্রী পড়াশোনা করেন বলেই এয়ার ফোর্স ডিরেক্টরেট হস্তক্ষেপ করে।
অগাস্টের প্রথম সপ্তাহেই দিল্লির ডিফেন্স কলনি থানায় একসঙ্গে ১৭ জন নারী অভিযোগ দায়ের করেন। তারা সকলেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ক্ষেত্রের (economically weaker sections) অধীনে বৃত্তি-প্রাপ্ত পোস্টগ্র্যজুয়েট ম্যানেজমেন্ট ডিপ্লোমার ছাত্রী। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানের কিছু হোস্টেলের ওয়ার্ডেনই তাঁদের এই ‘বাবা’-র সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর তিনি ছাত্রীদের তার কক্ষে ডেকে নিতেন, বিনামূল্যে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখাতেন। ভুক্তভোগীদের সঙ্গে তার চ্যাট সামনে আসে। আরও ভয়ানক অভিযোগ, নারী হোস্টেলের ভেতরে তিনি গোপনে ক্যামেরা (CCTV) বসিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।
এতদিন পর গ্রেপ্তার হলেও, এই ঘটনায় ভুক্তভুগি নারীরা ন্যায়বিচার পাবেন কিনা তা নিয়ে এখনও শঙ্কা রয়ে গেছে তাঁদের মনের গভীরে। সাধুর বেশে এই অপরাধীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে সব মহল।