TVK Vijay: ‘থালাপতি’ বিজয়ের সভায় পদপিষ্ট হওয়ার দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ স্ট্যালিনের

September 28, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.২০: তামিলনাড়ুর করুরে অভিনেতা ও TVK দলের প্রধান ‘থালাপতি’ বিজয়ের সভায় ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন, যাদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি শিশু। শনিবার তামিলাগা ভেট্রি কাজাগাম (TVK) দলের প্রধানের এই নির্বাচনী সমাবেশে এই ভয়াবহ ঘটনা ঘটে।

সমাবেশ স্থলে অত্যাধিক ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে বহু মানুষ, বিশেষ করে কয়েকটি শিশু, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। বিজয়ের বক্তৃতা চলাকালীনই ভিড়ের চাপ অসহনীয় হয়ে ওঠে। দলের কর্মীরা এই সব লক্ষ্য করে সতর্কতা জানান, যার পরিপ্রেক্ষিতে বিজয় তাঁর বক্তব্য থামিয়ে দেন এবং তাঁর বিশেষভাবে নির্মিত প্রচার বাসের ওপর থেকে জলের বোতল ছুঁড়ে দিতে শুরু করেন মানুষের দিকে।

গাদাগাদি ভিড়ের জন্য অ্যাম্বুলেন্স-সহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পৌঁছতে এবং আহতদের উদ্ধার করতে বেগ পেতে হয়। জ্ঞান হারানো ব্যক্তিদের দ্রুততার সঙ্গে কাছাকাছির হাসপাতালে স্থানান্তর করা হয়।

এঘটনাকে “গভীর উদ্বেগজনক” বলে অভিহিত করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন আহতদের জন্য তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে মন্ত্রী ও জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন স্ট্যালিন। এই দুর্ঘটনায় রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen