বাঁধ ভাঙছে ভিড়! ষষ্ঠীর রাতে রেকর্ড সমাগমের আশায় কলকাতার বার-রেস্তোরাঁ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৪০: কলকাতার রেস্তোরাঁ ও বারগুলোয় পুজোয় রেকর্ড-ভাঙা ভিড় দেখা যাচ্ছে। শুক্র ও শনিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট ও মধ্য কলকাতার একাধিক নামজাদা রেস্তোরাঁ এবং শপিং মলগুলোর বাইরে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এই ভিড় ষষ্ঠীর রাতে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যখন এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত (India vs Pakistan)।
পার্ক স্ট্রিটের বিখ্যাত পিটার ক্যাট রেস্তোরাঁ তাদের আসনের সংখ্যা ১৭৫ থেকে বাড়িয়ে ৩২৫টি করেছে এই সপ্তাহে, অর্থাৎ প্রায় ১৫০টি অতিরিক্ত আসন সংযোজন করা হয়েছে। একইভাবে, সংহাই, এমএস বার অ্যান্ড লাউঞ্জ এবং মনথন মিলিয়ে মোট ৪০০টি আসন ছিল, যা গত বৃহস্পতিবার থেকে এমএস বারের টেরেসে ৭৬টি নতুন আসন যোগ হওয়ায় বেড়ে দাঁড়িয়েছে ৪৭৬-এ।
পুজো উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে এই দৃশ্য সাধারণ হয়ে দাঁড়িয়েছে। রেস্তোরাঁ মালিকদের মতে, আজকের বাড়তি ভিড়ের আশঙ্কার বড় কারণ পুজোর সঙ্গে ক্রিকেট ম্যাচের সমন্বয় হওয়া। শহরজুড়ে উদযাপনের এই আমেজ অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।