এক নয়! এবার থেকে সংসদীয় কমিটিগুলোর মেয়াদ হবে দু’বছর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০০: সংসদের স্থায়ী কমিটিগুলির (Parliamentary Committees) মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার করা কথা ভাবছে সরকার! সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কমিটিগুলোর মেয়াদকাল বাড়লে তা সংসদীয় ব্যবস্থার জন্য ভাল হবে। বিল ও বিভিন্ন রিপোর্ট নিয়ে আরও নিবিড় পর্যালোচনার সুযোগ তৈরি হবে, আলোচনার সুযোগ বাড়বে।
এখন যে কমিটিগুলি আছে, তার মেয়াদ ২৬ সেপ্টেম্বর শেষ হয়েছে। উল্লেখ্য, লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে গঠিত এই স্থায়ী কমিটিগুলি প্রস্তাবিত আইনের অর্থাৎ বিলের পর্যালোচনা করে। সরকারি নীতি মূল্যায়ন করে, বাজেট খতিয়ে দেখা এবং সরকারের বিভিন্ন মন্ত্রকের কাছে জবাবদিহির চায়।
ফি বছর কমিটিগুলো পুনর্গঠিত হয়। কমিটির সদস্যরা অর্থাৎ সাংসদেরা নিজ নিজ রাজনৈতিক দলের দ্বারা মনোনীত হন। মনে করা হচ্ছে, কমিটিগুলোর জন্য এক বছরের সময়সীমা যথেষ্ট নয়। কার্যকাল বৃদ্ধি পেলে কাজের সুযোগ বাড়বে।