মিঠুন মনহাসই BCCI-র নতুন সভাপতি, রবিবার বোর্ডের AGM-এ গৃহীত হল নাম

September 28, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.০৫: প্রায় নিশ্চিত ছিলই! অবশেষে রবিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নতুন সভাপতি হলেন মিঠুন মনহাস (Mithun Manhas)। বোর্ডের ৩৭তম সভাপতি হলেন তিনি। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতি হিসাবে তাঁর নাম গৃহীত হয়েছে।

গত রবিবার মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তরে সভাপতি পদে মনোনয়ন জমা দেন মনহাস। তাঁর বিরুদ্ধে কেউ প্রার্থী হননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন মনহাস। জম্মু-কাশ্মীরের এই প্রাক্তন ক্রিকেটার দিল্লির হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন দলের হয়ে আইপিএল খেলেছেন তিনি। তিনি জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসনিক পদে ছিলেন।

১৯৯৭-৯৮ মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটে মনহাসের অভিষেক হয়। তাঁর নেতৃত্বে দিল্লি ২০০৭-০৮ মরশুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭টি শতরান, ৪৯টি অর্ধশতরান সহ ৪৫.৮২ গড়ে ৯,৭১৪ রান করেছেন। পঞ্জাব কিংস, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স ইত্যাদি দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen