Asia Cup: ভারতের হাতে না দিয়ে এশিয়া কাপ নিয়ে পালালেন পাক ক্রিকেট প্রধান! উঠল চাঞ্চল্যকর অভিযোগ
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.০০: এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে ভারত-পাকিস্তানের (Ind vs Pak) লড়াইয়ের চেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চিত্র। রোববার দুবাইয়ে আয়োজিত ফাইনালে ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটে পরাজিত করে রেকর্ড নবম বারের জন্য শিরোপা জিতে নেয়। কিন্তু বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মুহূর্তটি বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (PCB) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট (ACC) মোহসিন নকভির (Mohsin Naqvi) একটি বিতর্কিত সিদ্ধান্তে।
বিজয়ী ভারতীয় দল স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, তাঁরা মোহসিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করবেন না। খেলোয়াড়রা মঞ্চ থেকে দূরে দাঁড়িয়ে সংগঠকদের জানান, যদি পিসিবি চেয়ারম্যান ট্রফি তুলে দেওয়ার করার চেষ্টা করেন তবে তাঁরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন না। এই অবস্থানের কারণে পুরো অনুষ্ঠান অচল হয়ে পড়ে। মঞ্চে একপ্রকার বোকা বনে দাঁড়িয়ে থাকা নকভিকে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় ভক্তরা জোরালোভাবে প্রতিবাদ জানান এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকেন, যা শুনে পরাজিত পাকিস্তানীদের কাটা ঘায়ে নুনের ছিটে লাগে। এর পরেই কাপ নিয়ে স্টেজ থেকে পালিয়ে যান নকভি, এমনটাই অভিযোগ।
জানা যাচ্ছে, ভারতীয় দল আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছিল যে মোহসিন নকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, তাঁর কাছ থেকে ট্রফি গ্রহণ করা হবে না। টুর্নামেন্ট জুড়ে দুদলের মধ্যে বিভিন্ন বিষয়ে উত্তেজনা তৈরি হয়েছিল – খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেক বিনিময় হয়নি, টসের আগের ফটোসেশনেও ভারত অনুপস্থিত ছিল। সূত্র মারফৎ জানা যায়, ভারতীয় দল স্পষ্ট করেছিল যে তারা মঞ্চে নকভিকে দেখতে চায় না। কাপ নিয়ে নকভির পালিয়ে যাওয়া পাকিস্তানের অপমানজনক পরিস্থিতিকে আরও তীব্র করে তোলে।
আরও একটি অপ্রীতিকর মুহূর্ত তৈরি হয় যখন পাকিস্তানিরা ম্যাচ শেষ হওয়ার পর প্রায় এক ঘণ্টা তাদের ড্রেসিং রুমে লুকিয়ে থাকে, যার ফলে মোহসিন নকভি মঞ্চে একপ্রকার আটকা পড়ে যান। যখন অধিনায়ক সালমান আঘা এবং তাঁর দল শেষপর্যন্ত বেরিয়ে আসেন, তখন দর্শকরা ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ স্লোগান তাঁদের অভ্যর্থনা জানান। অতঃপর ভারতীয় দল ড্রেসিং রুমেই বিজয়ের ছবি তোলে।