টেলিভিশন চ্যানেলে রাহুল গান্ধীকে হত্যার হুমকি BJP নেতার, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি কংগ্রেসের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.১৫: কেরলে বিজেপির এক মুখপাত্র রাহুল গান্ধীকে (Rahul Gandhi) হত্যার হুমকি দিয়েছেন। টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে বিজেপি নেতা তথা মুখপাত্র বলেন, লাদাখে রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে। বিজেপি নেতার ওই হুমকির পরই রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তাঁর আর্জি, দ্রুত ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হোক এবং বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করা হোক।
ঘটনাটি দিন কয়েক আগের। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন নেতা প্রিন্টু বর্তমানে কেরল বিজেপির অন্যতম মুখপাত্র। তিনি একটি টেলিভিশন চ্যানেলের প্রাইমটাইম অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনায় কংগ্রেস নেতাকে বুক লক্ষ্য করে গুলি করা হবে, মন্তব্য করেন ওই বিজেপি নেতা।
বেণুগোপাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখেছেন, মহাদেবের মন্তব্য, হিংসায় উসকানির এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে। এটি কোনও মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা বা অসাবধানতাবশত অতিরঞ্জনও নয়। এটি বিরোধী দলনেতা এবং ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে একটি পরিকল্পিত হত্যার হুমকি।
তিনি আরও লিখেছেন, কেন্দ্রে ক্ষমতাসীন দলের একজন সরকারি মুখপাত্রের এই ধরনের বিষাক্ত বক্তব্য শুধু রাহুল গান্ধীর জীবনকেই তাৎক্ষণিক ঝুঁকির মধ্যে ফেলেনি, সংবিধান, আইনের শাসনকেও হুমকির মধ্যে ফেলেছে। বিরোধী দলনেতা তো বটেই, প্রতিটি নাগরিকের মৌলিক নিরাপত্তার নিশ্চয়তাকেও এই ধরনের হুমকি ক্ষুণ্ন করে। বেণুগোপাল লিখেছেন, সামাজিক মাধ্যমেও অনবরত রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।