আজ অষ্টমীতে নিয়ম মেনে বেলুড় মঠে কুমারী পুজো, রইল নির্ঘণ্ট

September 30, 2025 | 2 min read

Authored By:

Proteem Basak Proteem Basak
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:১৫: দুর্গাপুজোর অষ্টমী বা নবমীর অন্যতম গুরুত্বপূর্ণ আচার হলো কুমারী পুজো। প্রাচীনকাল থেকে চলে আসা এই রীতিতে ১ থেকে ১৬ বছর বয়সী কুমারীদের দেবী দুর্গার প্রতীক মেনে পুজো করা হয়। বনেদি বাড়ি থেকে শুরু করে বারোয়ারি পুজো যেখানেই দুর্গাপুজো হোক না কেন, কুমারী পুজো ছাড়া দেবীর আরাধনাকে অসম্পূর্ণ বলে মনে করা হয়। তাই প্রতি বছরই পুজো মণ্ডপে এবং বিশেষত বেলুড় মঠে এই পুজোকে ঘিরে মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। দেশ বিদেশ থেকে লোক এই কুমারী পুজো দেখতে ভিড় জমায় বেলুড় মঠে। এ বছর বেলুড় মঠের দুর্গাপুজো ১২৫তম বর্ষে পদার্পণ করল। প্রতিবারের মতো এবারও বিশুদ্ধ পঞ্জিকা মেনেই সেখানে দেবীর আরাধনা চলছে।

এবারের অষ্টমী তিথি শুরু হয়েছে সোমবার বিকেল ৪টা ৩৩ মিনিট থেকে, যা চলবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৭ মিনিট পর্যন্ত। পঞ্জিকা অনুসারে কুমারী পুজোর সঠিক সময় হিসেবে বলা হয়েছে মঙ্গলবার সকাল ৯টা ২৮ মিনিটে। আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, সোমবার দুপুর ১২টা ২৬ মিনিট ৩০ সেকেন্ডে অষ্টমী শুরু হয়ে মঙ্গলবার দুপুর ১টা ৪৪ মিনিট ১৫ সেকেন্ডে শেষ হবে। এই হিসেবে কুমারী পুজো শুরু হবে সকাল ৯টা ২৭ মিনিট ৪২ সেকেন্ডে। পঞ্জিকা গুলিতে সময়ের সামান্য পার্থক্য থাকলেও ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের কোনও ভাটা নেই।

পঞ্চমীতে দেবীর বোধন সম্পন্ন হওয়ার পর, অষ্টমীর সকালে বিশেষ আয়োজন থাকবে কুমারী পুজোর। নির্ঘণ্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হবে কুমারী পুজো। বিকেল ৫টা ৪৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩১ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে সন্ধিপুজো।

বেলুড় মঠের কুমারী পুজো দেখতে প্রতি বছরই দূরদূরান্ত থেকে আসেন হাজারো ভক্ত। পুজোর সময় ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অষ্টমীর এই পবিত্র দিনে দেবীর কৃপা লাভের আশায় ভক্তদের ঢল নামবে গঙ্গার তীরে অবস্থিত এই পবিত্র মঠে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen