লন্ডনের ট্যাভিস্টক স্কোয়ারে গান্ধী মূর্তি ভাঙচুর, ভারতীয় হাইকমিশনের নিন্দা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: লন্ডনের ট্যাভিস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তিতে সম্প্রতি ভাংচুরের ঘটনা ঘটেছে, যা গান্ধী জয়ন্তীর কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে। ভারতীয় হাইকমিশন এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে এগিয়েছে।
পিটিআই-র রিপোর্ট অনুযায়ী, গান্ধী জয়ন্তী অনুষ্ঠানের ঠিক আগে, মূর্তির পাথরের ঘাঁটি তে গ্রাফিতি দিয়ে ভঙ্গ করা হয়েছে। সামাজিক মাধ্যমে কিছু ছবি ছড়িয়েছে, যা এই ঘটনাকে দেখাচ্ছে। তবে এই ছবিগুলোর সত্যতা যাচাই করা যায়নি।
ভারতের লন্ডন হাইকমিশন এই ঘটাকে শুধুমাত্র ভাংচুর নয়, বরং “অহিংসার ধারণার প্রতি একটি আক্রমণ” হিসেবে আখ্যায়িত করেছে। এক বিবৃতিতে হাইকমিশন জানিয়েছে, “এই লজ্জাজনক ভাংচুর শুধু একটি মূর্তিতে ক্ষতি নয়, এটি আন্তর্জাতিক অহিংসা দিবসের তিন দিন আগে মহাত্মা গান্ধীর অমর উত্তরাধিকারের প্রতি আঘাত।”
হাইকমিশন জানিয়েছে, তারা ইতিমধ্যেই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে এবং মূর্তিটির “মূল মর্যাদা” ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষও ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রতি বছর ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে এই মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। লন্ডনের ট্যাভিস্টক স্কোয়ারে অবস্থিত এই ব্রোঞ্জ মূর্তিটি ১৯৬৮ সালে ভারত লিগের সমর্থনে স্থাপন করা হয়। মূর্তির ঘাঁটিতে লেখা রয়েছে, “মহাত্মা গান্ধী, ১৮৬৯-১৯৪৮।” উল্লেখযোগ্যভাবে, মহাত্মা গান্ধী আইন অধ্যয়ন করেছিলেন কাছের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে।
গান্ধীর অহিংসা ও মানবতার আদর্শকে সম্মান জানিয়ে, এই ধরনের ভাঙচুরমূলক ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে। হাইকমিশন আশা প্রকাশ করেছে যে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে মূর্তিটি পুনঃস্থাপন করবে এবং গান্ধী জয়ন্তীর দিন এটি আবার যথাযথভাবে শ্রদ্ধার্ঘ্য উপস্থাপিত হবে।