১৫ অক্টোবর থেকে সিনেমা হল খুললে মানতে হবে এই নিয়মগুলি

মঙ্গলবার সেই সব বাধ্যতামূলক নির্দেশিকার তালিকা ঘোষণা করল তথ্য সম্প্রচার-মন্ত্রক।

October 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা ভাইরাসের জেরে দেশব্যাপী জারি হয়েছিল লকডাউন। এরপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের পঞ্চম দফায় প্রায় সাতমাস ধরে বন্ধ থাকার পর খুলছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স।

আনলক-৫ এর জন্য জারি নির্দেশিকায় স্বরাষ্ট্রমন্ত্রক আগেই জানিয়েছিল ১৫ অক্টোবর থেকে সিনেমা হল খোলা যাবে। তবে সে ক্ষেত্রে একাধিক স্ট্যান্ডার্ড অপারেটিং স্টিস্টেম (এসওপি) মেনে চলতে হবে। মঙ্গলবার সেই সব বাধ্যতামূলক নির্দেশিকার তালিকা ঘোষণা করল তথ্য সম্প্রচার-মন্ত্রক। কিন্তু সেক্ষেত্রে যে যে নিয়ম মানা বাধ্যতামূলক তা হল-

১. দর্শক আসন সংখ্যার ৫০ শতাংশই পূরণ করা যাবে।
২. বসার সময় সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে।
৩. হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
৪. অরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করার এবং ব্যবহারের উপদেশ দিতে হবে সকলকে।
৫. ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক, সেটি পাশ করলে তবেই ভিতরে ঢোকা যাবে।

৬. সিনেমার প্রতিটি শোয়ের মাঝে নির্দিষ্ট ব্যবধান রাখা বাধ্যতামূলক।
৭. নির্দিষ্ট অন্তরালে সিনেমা হল, বক্স অফিস কাউন্টার স্যানিটাইজ করা বাধ্যতামূলক।
৮. একাধিক টিকিট কাউন্টার থাকতে হবে, সেগুলো গোটা দিন খুলে রাখতে হবে যাতে ভিড় এড়ানো যায়। আগাম টিকিট বুকিংয়ের সুবিধা দিতে হবে।
৯. সিনেমা হলে কর্মীদের মাক্স, গ্লাভস, শেল্ড গিয়ার, পিপিই কিট দিতে হবে।
১০. এছাড়াও বেঁধে দেওয়া হয়েছে এয়ার কন্ডিশনারের তামপাত্রা। সিনেমা হলের তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen