অষ্টমীর দুপুরের আমেজে জল ঢালল মেঘের গর্জন-বর্ষণ, কী বলছে আবহাওয়া দপ্তর?

September 30, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: অষ্টমীর সকালটা শুরু হয়েছিল প্রবল আর্দ্রতা আর ভ্যাপসা গরম দিয়ে। অঞ্জলি শেষ করে সন্ধিপুজো শুরু হওয়ার আগেই বিক্ষিপ্ত ভাবে কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেল। সকালে রোদ ঝলমলে পরিবেশ নিমেষে উধাও। দুপুর গড়াতে না গড়াতেই চারদিক কালো করে ঝেঁপে বৃষ্টি নামল। সঙ্গে মেঘের গর্জন। বেশ কিছুক্ষণ শহরে অবিরাম ধারাপাতে জলও জমল কোথাও কোথাও। সকাল সকাল যারা রোদের আভাস দেখে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলেন, তাঁরা বৃষ্টি থেকে মাথা বাঁচাতে হুড়মুড়িয়ে আশ্রয় নিলেন বিভিন্ন মণ্ডপে।

বৃষ্টির পূর্বাভাস রয়েছে অষ্টমীর বিকেল, এমনকি রাতেও। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, বৃ়ষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পাশাপাশি বাজও পড়তে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে নবমী এবং দশমীতে শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হলে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। তার জেরে বুধবার কলকাতায় বৃষ্টি হবে। এ ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen