পাকিস্তানের কোয়েটায় বড় বিস্ফোরণ, ১৩ নিহত, ৩২ আহত হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি

September 30, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েটায় মঙ্গলবার দুপুরে এক মারাত্মক বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। বিস্ফোরণটি ঘটে শহরের জারগুন রোডে অবস্থিত ফ্রন্টিয়ার কনস্টেবলরি (FC) হেডকোয়ার্টারের কোণে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে তা মডেল টাউন এবং পার্শ্ববর্তী এলাকায় শোনা যায় এবং কাছাকাছি বাড়ি ও ভবনের জানালা ভেঙে পড়ে। বিস্ফোরণের পর এলাকায় গুলির শব্দও শোনা যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয় পুলিশ এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকার চারপাশে নিরাপত্তার জন্য চৌকস ব্যবস্থা গ্রহণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে বিস্ফোরণের মুহূর্তটি ফুটে উঠেছে।

কোয়েটার স্পেশাল অপারেশন পুলিশের সিনিয়র সুপারিন্টেনডেন্ট মুহাম্মদ বালুচ জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটে যখন একটি বিস্ফোরক ভর্তি যানবাহন মডেল টাউন থেকে হালি রোডের দিকে মোড় নিচ্ছিল, FC হেডকোয়ার্টারের কাছাকাছি।

বালুচিস্তান হেলথ মিনিস্টার বাক্ত মুহাম্মদ কাকার জানান, প্রাথমিকভাবে ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন হারান। আহতদের মধ্যে অন্তত ৩২ জনকে সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, নিহতের সংখ্যা বেড়ে ১৩ এ পৌঁছেছে। গুলির ঘটনা এবং বিস্ফোরণে কমপক্ষে দুইজন FC সদস্যও আহত হয়েছেন।

বিস্ফোরণের প্রকারভেদ নির্ধারণের জন্য স্থানীয় কর্তৃপক্ষ একটি তদন্ত শুরু করেছে। এছাড়াও শহরের হাসপাতালগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যাতে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করেছিল। স্থানীয় প্রশাসন দ্রুত নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen