ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স! মৃত অন্তত ৩১
October 1, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫০: মঙ্গলবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স (Philippines)। ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। জানা যাচ্ছে, ভূমিকম্পে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৪০ জন।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগো শহর থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের জেরে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পের জেরে বোগো শহর ও আশেপাশের গ্রামগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বোগো শহরে। পাহাড়ি গ্রামে ভূমিধসের ফলে অসংখ্য বাড়ি মাটির নিচে চলে গিয়েছে। বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে।