রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষ পদে রদবদল, কারা আসছেন দায়িত্বে?

October 1, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) শীর্ষ পদে রদবদল, নতুন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে যোগ দিতে চলেছেন ২০১১ ব্যাচের IAS এস অরুণ প্রসাদ। নতুন যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে যোগ দিচ্ছেন ২০১৩ সাল ব্যাচের IAS আধিকারিক হরিশঙ্কর‌ পানিক্কর।

 

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। দুই শীর্ষ পদে আধিকারিক নিয়োগের জন্য নামের তালিকা পাঠাতে বলেছিল কমিশন। রাজ্য সরকারের পাঠানো নামের প্যানেল থেকে দুই আধিকারিককে বেছে নিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে শুক্রবার এই মর্মে চিঠি পাঠান জাতীয় নির্বাচন‌ কমিশনের মুখ্যসচিব রাহুল শর্মা। ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকের শূন্য পদে তিনজনের নতুন তালিকা পাঠাতে বলেছে কমিশন। বলা হয়েছে, তালিকায় অন্তত তিনজন এমন অফিসারের নাম থাকতে হবে যাঁদের নির্বাচনী কাজের অভিজ্ঞতা রয়েছে।

 

কমিশনের নির্দেশ মেনে দ্রুত নতুন প্যানেল পাঠানোর প্রস্তুতি শুরু করেছে নবান্ন। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় SIR করতে চায় কমিশন। যা নিয়ে রাজনৈতিক সংঘাত চরমে পৌঁছেছে। মনে করা হচ্ছে, বাংলায় SIR শুরুর আগেই সিইও দপ্তরের শূন্য পদগুলো‌ পূরণ করতে চাইছে কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen