চেন্নাইয়ে নির্মীয়মাণ ধাতব কাঠামো ভেঙে অন্তত নয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু

October 1, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৭: ভয়াবহ দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুর চেন্নাইয়ে। নির্মাণকাজ চলাকালীন ৩০ ফুট উপর থেকে ধাতব কাঠামো ভেঙে মৃত্যু হল ৯ জন পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছেন আরও অন্তত ১০। এন্নোরের উত্তর চেন্নাই থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে মঙ্গলবার দুর্ঘটনা ঘটে।

 

নির্মাণকাজ চলাকালীন ভারী ধাতব কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চাপা পড়ে যান বহু শ্রমিক। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়। আহতদের নর্থ চেন্নাইয়ের স্ট্যানলি গভর্নমেন্ট হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে ৯ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু ও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। অহতরা এখন চিকিৎসাধীন।

 

তদন্ত শুরু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen