মহানবমীতেও কলকাতায় প্যান্ডেল হপিং অভিষেকের, সঙ্গী কন্যা

October 1, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: অষ্টমীর পর আজ মহানবমীতেও ঠাকুর দেখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনও কন্যা আজানিয়াকে সঙ্গে নিয়ে উত্তর কলকাতার চালতাবাগানের পুজো মণ্ডপ ঘুরে দেখলেন তিনি। চালতাবাগানের পুজো এবার ৮১ বছরে পড়ল। তাদের এবারের থিম ‘আমি বাংলায় বলছি’।

 

দুর্গাপ্রতিমা দর্শন করেন তৃণমূল সাংসদ। থিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেন শিল্পী। লতাবাগানের পুজো মণ্ডপে গিয়ে অভিভূত তৃণমূল সাংসদ। বাংলা ভাষার বিবর্তন, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষা আন্দোলনকে ভর করে মণ্ডপ তৈরি হয়েছে। মণ্ডপে রয়েছে বাংলার মণীষীদের ছবি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্য মণীষীদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এর পর দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী এবং ৯৫ পল্লীর মণ্ডপে যান অভিষেক। ত্রিধারা সম্মিলনীর থিম ‘চলো ফিরি’। মণ্ডপে সেজে উঠেছে অঘোরীদের ডেরার রূপে। অন্যদিকে, মাইকেলের কবিতা আশ্রয় করে এবারে ৯৫ পল্লীর থিম ‘হে বঙ্গ ভাণ্ডারে’। শিল্পী শক্তি শর্মা। ঠাকুর দেখা শেষে কচিকাঁচাদের সঙ্গে সময় কাটান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen