Gandhi Jayanti 2025: অহিংসা ও শান্তির বাণী স্মরণে বার্তা মমতা-অভিষেকের

October 2, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৫:  ২ অক্টোবর দেশজুড়ে পালিত হচ্ছে মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৬তম জন্মজয়ন্তী (Gandhi Jayanti) । শুধু জাতীয় ছুটি নয়, রাষ্ট্রসংঘও এই দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্সে লিখেছেন, “মহাত্মা গান্ধী আমাদের দেশের মহান নেতা, ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর অহিংসার বাণী, শান্তির বাণী, একতার বাণী, সম্প্রীতির বাণী চিরস্মরণীয়। তাঁর যে প্রার্থনা ছিল, ‘ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সন্মতি দে ভগবান’, সেই কথা আজকের দিনে বিশেষভাবে স্মরণ করি ও সকলকে স্মরণ করতে অনুরোধ করি।”

https://x.com/MamataOfficial/status/1973545970681201069

গান্ধীজির দর্শনের মূল বার্তা সত্য ও অহিংসার পথে চলা, সামাজিক সমতা ও অস্পৃশ্যতা দূরীকরণ, নারী-পুরুষ সমঅধিকার ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। এই শিক্ষাগুলি আজও প্রাসঙ্গিক, বিশেষ করে বৈষম্য, হিংসা ও আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) সোশ্যাল মিডিয়ায় গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, “অহিংসা, সত্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির তাঁর স্থায়ী নীতিগুলি বিশ্বজুড়ে ব্যক্তি ও জাতির জন্য অনুপ্রেরণার গভীর উৎস হিসেবে রয়ে গেছে।”

https://www.facebook.com/AbhishekBanerjeeOfficial/posts/pfbid02rLQ6kTpsR78nWZxrxF3EoBHCLkJxQrpmh786WkL7yEWQ84f3GZMBtN84Mzk4oHuBl

আজকের দিনটি সারা দেশে গান্ধীজির আদর্শ ও নীতি স্মরণ এবং অহিংসার মূল্যবোধ শেখার দিনে পরিণত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen