ICU-তে ভর্তি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কেমন আছেন তিনি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৭: অসুস্থ হয়ে হাসপাতালের ICU-তে ভর্তি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার সকালে তাঁকে বেঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাঁর শরীরে পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে ৮৩ বছর বয়সি এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে যোগাযোগ করেছেন, যিনি আগেই বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন।
মোদী ‘এক্স’-এ তথ্যটি শেয়ার করে বলেছেন, “খাড়গে জির সঙ্গে কথা বলেছি। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছি এবং দ্রুত সুস্থ হওয়ার কামনা করেছি। তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
Spoke to Kharge Ji. Enquired about his health and wished him a speedy recovery.
Praying for his continued well-being and long life.@kharge
— Narendra Modi (@narendramodi) October 2, 2025
খাড়গের ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে জানিয়েছেন, মঙ্গলবার থেকে জ্বর ও অতিরিক্ত ক্লান্তিতে ভুগছিলেন কংগ্রেস সভাপতি। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর হৃদ্যন্ত্রের সমস্যার কারণে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। প্রিয়াঙ্ক জানিয়েছেন, আপাতত তাঁর বাবা সুস্থ এবং স্থিতিশীল আছেন।
এই খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেস নেতা শ্রীনিবাস বিবি-সহ একাধিক নেতা খাড়গের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠান। শ্রীনিবাস সামাজিক মাধ্যমে লিখেছেন, কংগ্রেস সভাপতির দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাঁকে শিগগিরই পূর্ণ শক্তিতে দেখতে চাই।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে জম্মু-কাশ্মীরের কাঠুয়ার এক সভায় বক্তৃতার সময় হঠাৎ শ্বাসকষ্টের সমস্যায় ভুগে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন খাড়গে। পরে কংগ্রেস কর্মীরা তাঁকে উদ্ধার করেন। সেই ঘটনার পর বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, মোদী ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকব।