পুজোপর্ব শেষ হতেই কমছে ভিড়, একাদশীতে ব্লু লাইনে কম মেট্রো চালাবে কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: দুর্গাপুজোয় যাত্রীভিড় সামলাতে বিশেষ পরিষেবা চালিয়েছিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই ছিল অতিরিক্ত ট্রেন, যাতে মিলেছিল স্বস্তি। কিন্তু পুজো পর্ব শেষ হওয়ার পর বদলাতে পারে পরিস্থিতি। একাদশীর দিন, অর্থাৎ ৩ অক্টোবর (শুক্রবার) ব্লু লাইনে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম মেট্রো চালাবে কর্তৃপক্ষ।
সেদিন মোট ২৩৬টি ট্রেন (আপ ১১৮ + ডাউন ১১৮) চলবে। সাধারণ দিনে যেখানে ২৭২টি ট্রেন থাকে, তার তুলনায় এই সংখ্যা কিছুটা কম।
প্রথম মেট্রো ছাড়বে:
– সকাল ৬:৫০: নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম
– সকাল ৬:৫৪: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
– সকাল ৬:৫৫: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
– সকাল ৬:৫৫: মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর
শেষ মেট্রো ছাড়বে:
– রাত ৯:২৮: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
– রাত ৯:৩২: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
– রাত ৯:৪৪: শহিদ ক্ষুদিরাম থেকে দমদম
তবে গ্রিন, ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনে ওই দিন স্বাভাবিক পরিষেবাই মিলবে।
এবারের পুজোয় (DurgaPuja2025) রেকর্ড যাত্রী বহন করেছে কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৩,০২১টি বিশেষ মেট্রো চলেছে, যা গত বছরের তুলনায় ৬৫১টি বেশি। ছ’দিনে যাত্রী বহন ক্ষমতা ছিল প্রায় ৯০.৬৩ লক্ষ, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
কর্তৃপক্ষের দাবি, স্মার্ট কার্ডের দাম কমানো, ৫ শতাংশ বোনাস রিচার্জ এবং মোবাইল কিউআর টিকিট চালুর ফলে যাত্রীরা সহজে টিকিট পেয়েছেন। ফলে লম্বা লাইনে দাঁড়ানোর ঝক্কি কমেছে, আর সেই কারণেই পুজোর ভিড় সামলাতে অনেকটাই সুবিধা হয়েছে।