মানবাধিকার ইস্যুতে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের

October 2, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: রাষ্ট্রসংঘে ফের পাকিস্তানকে একহাত নিল ভারত। মানবাধিকার প্রসঙ্গে ইসলামাবাদের অভিযোগকে তীব্র কটাক্ষ করে জানানো হয়েছে, পাকিস্তানের মতো একটি দেশের পক্ষে ভারতকে মানবাধিকার নিয়ে ‘জ্ঞান দেওয়া’ মোটেই মানানসই নয়। কারণ নিজেদের দেশেই সংখ্যালঘুদের অধিকার রক্ষায় পাকিস্তান চরমভাবে ব্যর্থ।

বুধবার জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের ৬০তম সেশনে বক্তব্য রাখেন ভারতীয় কূটনীতিক মহম্মদ হুসেন। তাঁর সাফ মন্তব্য, পাকিস্তানের (Pakistan) প্রচার ও অভিযোগ স্ববিরোধী। ভারতের মতে, অন্য দেশে আঙুল তোলার বদলে ইসলামাবাদের উচিত নিজেদের দেশে সংখ্যালঘুদের উপর চলা নির্যাতন বন্ধ করা। সরকারি তথ্য তুলে ধরে হুসেন জানান, এ বছর পাকিস্তানে কেবল ঈশ্বরনিন্দার অভিযোগে অন্তত ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩০০ শতাংশ বেশি।

এর আগে ভারতীয় প্রতিনিধি ক্ষীতিজ ত্যাগীও রাষ্ট্রসংঘে পাকিস্তানকে আক্রমণ করেছিলেন। তিনি তুলে ধরেন, কীভাবে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনার বোমা হামলায় অন্তত ৩০ জন নিরপরাধ গ্রামবাসীর মৃত্যু হয়, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। তাঁর বক্তব্য, মানবাধিকার রক্ষার নাম করে পাকিস্তান আসলে অন্য দেশকে উদ্দেশ্য করে ভিত্তিহীন প্রচার চালাচ্ছে।

শুধু মানবাধিকার নয়, সামরিক ইতিহাস নিয়েও রাষ্ট্রসংঘে পাল্টা দিয়েছে ভারত। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, ভারত-পাক যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে। এর জবাবে ভারতীয় প্রতিনিধি কটাক্ষ করে বলেন, ধুলোয় মিশে যাওয়া বিমানঘাঁটিকে যদি জয় বলা হয়, তবে পাকিস্তান সেটিকেই জয়ের নিদর্শন ধরে রাখতে পারে। রাষ্ট্রসংঘের মঞ্চে এই পরপর তোপে স্পষ্ট, পাকিস্তানের প্রচারভিত্তিক বক্তব্য আর বরদাস্ত করতে রাজি নয় ভারত (India)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen