শুরু হতে চলেছে ভারত-চীন সরাসরি বিমান পরিষেবা, আরও কাছাকাছি বেজিং-নয়া দিল্লি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৮: বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক ঘোষণা করেছে, চলতি মাসেই ভারত এবং চীনের (India-China) মধ্যে সরসারি বিমান পরিষেবা শুরু হবে। উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ ছিল। সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের সময়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে। উভয় দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আলোচনার পর ঠিক হয়েছে, ২৬ অক্টোবর থেকে ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা ফের চালু হবে।
বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের প্রথম থেকে ভারত এবং চীনের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কর্তারা কথাবার্তা চালাচ্ছিলেন। ফের সরাসরি বিমান পরিষেবা চালু এবং সেই সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করা নিয়েও আলোচনা হয়। নির্দিষ্ট কিছু বিমান সংস্থা ফের সরাসরি পরিষেবা চালু করবে দুই দেশের মধ্যে।
বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, ২৬ অক্টোবর থেকে প্রতিদিন কলকাতা এবং গুয়াংঝৌয়ের মধ্যে বিমান চলবে। ধীরে ধীরে দিল্লি এবং গুয়াংঝৌয়ের মধ্যেও সরাসরি বিমান পরিষেবা চালু হবে। বিমান সংস্থা জানিয়েছে, এই রুটে তারা এ-৩২০ বিমান চালাবে।
উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ানে ভারত এবং চীনের সেনার মুখোমুখি সংঘর্ষ হয়। যার অভিঘাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়। ট্রাম্পের শুল্ক যুদ্ধের জেরে কাছাকাছি এসেছে মস্কো, নয়া দিল্লি ও বেজিং। এবার দুই দেশের মধ্যে ফের সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে। মনে করা হচ্ছে, ধীরে ধীরে আন্তর্জাতিক সম্পর্কের নয়া সমীকরণ দানা বাঁধছে।