উৎসবের আবহে DVC-র ছাড়া জলে রাজ্যে বন্যার আশঙ্কা! ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪০: রাজ্যজুড়ে আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে। সেই আবহেই ড্যামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) তরফে বিপুল পরিমাণ জল ছাড়া শুরু হয়েছে। এর ফলে রাজ্যের একাধিক নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা জনজীবনে বিঘ্ন ঘটাতে পারে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার এক্স-এ (পূর্বতন টুইটার) তিনি অভিযোগ করে লেখেন, “ডিভিসি-র একতরফা ও ইচ্ছাকৃত জল ছাড়ার সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা নাগাদ তারা মাইথন ও পাঞ্চেতসহ একাধিক বাঁধ থেকে ১,৫০,০০০ কিউসেকেরও বেশি জল ছেড়েছে, যার ফলে উৎসবের সময় পশ্চিমবঙ্গকে প্লাবিত করার আশঙ্কা তৈরি হয়েছে।”
তিনি এই ঘটনার জোরালো প্রতিবাদ করে লেখেন, “এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কষ্ট বাড়ানো হচ্ছে, যখন তারা এখনও পুজোর আনন্দে মগ্ন। এই আচরণ লজ্জাজনক, অসহনীয় এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য! আমরা এর তীব্র প্রতিবাদ জানাই!!”
The latest update on the unilateral and wilful release of water by DVC is that they have by the evening today released more than 150,000 cusecs of water from Maithon and Panchet dams etc to flood our West Bengal during festival times. This is a deliberate ploy to unleash disaster…
— Mamata Banerjee (@MamataOfficial) October 3, 2025
মুখ্যমন্ত্রীর মতে, বিজয়া দশমী হল আনন্দ, আশার ও শুভেচ্ছার দিন। অথচ সেই সময়েই DVC-এর এই একতরফা সিদ্ধান্ত রাজ্যবাসীর উপর দুর্ভোগ চাপিয়ে দিয়েছে। তিনি একে “উৎসবের দিনে কৃত্রিম দুর্যোগ” বলে অভিহিত করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, এই জলছাড়ের ফলে বাংলার লক্ষ লক্ষ মানুষের জীবন বিপদের মুখে পড়েছে। তাঁর মতে, এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং DVC-এর তৈরি করা একটি বিপর্যয়।
মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, “আমি বাংলার বিসর্জন হতে দেব না।” তিনি জানান, বাংলার বিরুদ্ধে যে কোনও ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তোলা হবে। “সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে”-এই বার্তা দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
Bijoya Dashami marks the close of Durga Puja — a time for joy, cheer and renewed hope. Yet instead of allowing the people of West Bengal to conclude the festival in peace, the DVC released 65,000 cusecs of water without any prior notice to the State. This reckless act is nothing…
— Mamata Banerjee (@MamataOfficial) October 3, 2025
উল্লেখ্য, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, যা গত কয়েক দিনের তুলনায় অনেক বেশি। এই অতিরিক্ত জলছাড়ের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বর্ষণ চলছে। ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা প্রবল। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
DVC-এর এই জল ছাড়া এবং চলমান বৃষ্টিপাত মিলিয়ে রাজ্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। নিচু এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়েছে।