IND VS WI: আমেদাবাদে ব্যাটারদের দাপটে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ২৮৬ রানে এগিয়ে ভারত

October 3, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০:  আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুক্রবার ছিল ভারতীয় ব্যাটারদের দিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের  দ্বিতীয় দিনে শুভমন গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেলের ঝলকে ভারত ২৮৬ রানের বিশাল লিড নিয়েছে। এক কথায়, ভারতীয় ব্যাটারদেড় রমরমা।

দিনের শুরু হয়েছিল ১২১/২ থেকে। গিল হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেও খুব বেশিক্ষণ টিকতে পারেননি। তবে তার পর থেকে ভারতীয় ইনিংসে জমে ওঠে অন্য গল্প। কেএল রাহুল ভরসার স্তম্ভ হয়ে দাঁড়িয়ে লাঞ্চের আগেই পৌঁছে যান সেঞ্চুরিতে। দীর্ঘ প্রায় ৯ বছর পর ঘরের মাঠে এই সেঞ্চুরি পেয়ে যেন নতুন করে স্বস্তি পান তিনি। এটাই ছিল ভারতের মাটিতে তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এই বছরে এটিই রাহুলের তৃতীয় শতরান, এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধেও দুটি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে।

এরপর ময়দানে নামেন তরুণ ধ্রুব জুরেল। ঋষভ পন্থের বিকল্প হলেও, ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন রাজস্থান রয়্যালসের এই তারকা। শান্ত ও মাপা ইনিংসে তিনি তুলে নেন নিজের শতরান। একদিকে সাবধানী ব্যাটিং, আবার প্রয়োজনে আক্রমণ দুটো দিক মিলিয়ে তিনি ভারতকে পৌঁছে দেন তিনশোর গণ্ডি ছাড়ানো স্কোরে। বিশেষজ্ঞদের মতে, তার এই ধারাবাহিক পারফরম্যান্স ভবিষ্যতে ভারতীয় ব্যাটিং লাইনআপে তাকে বড় ভরসা হিসেবে গড়ে তুলবে।

তবে দিনের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে তার রান অব্যাহত। শেষ নয় ইনিংসের মধ্যে সাতবার পঞ্চাশ এর বেশি রান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সেঞ্চুরি তুলে নিয়ে নজর কাড়েন এই অলরাউন্ডার। শুধু তাই নয়, ছক্কার তালিকাতেও এগিয়ে গেছেন। এমএস ধোনিকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে এখন তার ছক্কার সংখ্যা ৭৯। ধোনির ছিল ৭৮। ভারতের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনও বিরেন্দ্র সেহওয়াগের দখলে, যার ছক্কার সংখ্যা ৯১।

দিন শেষে বলা যায়, ভারতের ব্যাটারদের শক্তিশালী প্রদর্শন ম্যাচকে একতরফা রূপ দিয়েছে। সামনে আরও তিন দিন বাকি থাকলেও, ম্যাচে চালকের আসনে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen