বাংলা-বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে BJP-কে আক্রমণ অভিষেকের, ২০২৬-এ ‘বিসর্জনের’ হুঁশিয়ারি

October 3, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৮: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের সরব হলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। দশমীর আগেই বাংলায় ‘মানবসৃষ্ট বিপর্যয়’(MAN-MADE DISASTER) ঘটানোর অভিযোগ তুলে তিনি বিজেপি ও কেন্দ্রীয় শাসকদলের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন।

তিনি অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকার আবারও জনসাধারণের সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দশমী শেষ হওয়ার আগেই পরিকল্পিতভাবে বাংলায় জলবন্দি পরিস্থিতি তৈরি করা হয়েছে।”

অভিষেকের দাবি, রাজ্য সরকারকে না জানিয়েই, কোনও আলোচনায় না গিয়ে জল ছেড়ে বন্যা ও সংকট তৈরি করা হয়েছে, যা বিজেপির একটি ‘অভ্যাসে পরিণত’ কৌশল। তিনি বলেন, “এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ বাংলার সংস্কৃতি ও জনগণের উপর।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিসর্জন অবশ্যই হবে ২০২৬-এ। তবে তা বাংলার মানুষের নয়, বরং বাংলা-বিরোধী জমিদারদের (BANGLA-BIRODHI ZAMINDARS), যারা বিজেপির (BJP) ছত্রছায়ায় অহংকার ও বিদ্বেষে ভর করে বাংলাকে আক্রমণ করছে। তাদেরই বিচার হবে, এবং তারা সেই বিচার পাওয়ার যোগ্য।” এই বক্তব্যের মাধ্যমে তৃণমূলের তরফে স্পষ্ট বার্তা,মোদী সরকারের বিরুদ্ধে তারা রাজনৈতিক ও জনমুখী আন্দোলন আরও জোরদার করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen