গুরুতর অসুস্থ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ভর্তি হাসপাতালে

October 4, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Farooq Abdullah) গুরুতর অসুস্থ হয়ে শনিবার ভর্তি হলেন একটি বেসরকারি হাসপাতালে। পার্টি সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে তিনি পেটের সংক্রমণে ভুগছিলেন। এ দিন হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্ষীয়ান এই নেতার দ্রুত আরোগ্য কামনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক মহল। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, আপাতত তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

কাশ্মীরের রাজনীতির অন্যতম প্রবীণ ও প্রভাবশালী নেতা ফারুক আবদুল্লা শারীরিক অসুস্থতার কারণে শনিবার সকালে শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এসকেআইএমএস)-এর একটি সংযুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন ধরে পেটের সংক্রমণে ভুগছিলেন তিনি। বর্তমানে চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে এবং তাঁর স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাঁর ছেলে ওমর আবদুল্লা হাসপাতালে পৌঁছে পরিবারের সঙ্গে আলোচনা করেছেন। ফারুক আবদুল্লা বর্তমানে শ্রীনগর থেকে লোকসভার সাংসদ এবং তিনবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় কনফারেন্সের নেতৃত্বে রয়েছেন, যা তাঁর পিতা শেখ আবদুল্লার প্রতিষ্ঠিত দল।

২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর থেকে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন এবং কাশ্মীরের রাজ্যত্ব পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি তিনি লাদাখের স্টেটহুড এবং ষষ্ঠ তফসিলের দাবিতে কেন্দ্রের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। তাঁর রাজনৈতিক সক্রিয়তা ও কাশ্মীরের স্বার্থে কাজ তাঁকে একজন কিংবদন্তি নেতার মর্যাদা দিয়েছে।

ফারুক আবদুল্লার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহল থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। এনসি-র তরফে জানানো হয়েছে, দলের সিনিয়র সদস্যরা হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করেছেন এবং দলের কার্যক্রম ওমর আবদুল্লার নেতৃত্বে অব্যাহত থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen