কোজাগরী লক্ষ্মীপুজোয় ব্লু লাইনে কমবে মেট্রো, দেখে নিন কোন রুটে কখন পাবেন পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫০: আগামী সোমবার কোজাগরী লক্ষ্মীপুজোর দিন কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলের ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) চলবে কম সংখ্যক ট্রেন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন আপ ও ডাউন মিলিয়ে মোট ২৩৬টি ট্রেন চলবে, যেখানে সাধারণত সোমবারে এই সংখ্যা থাকে ২৭২। ফলে যাত্রীদের মধ্যে আশঙ্কা, ভিড় বাড়তে পারে ট্রেনে।
ব্লু লাইনের প্রথম মেট্রো ছাড়বে:
- সকাল ৬.৫০: নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম
- সকাল ৬.৫৪: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
- সকাল ৬.৫৫: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
- সকাল ৬.৫৫: মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর
ব্লু লাইনের শেষ মেট্রো ছাড়বে:
- রাত ৯.২৮: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
- রাত ৯.৩৩: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
- রাত ৯.৪৩: শহিদ ক্ষুদিরাম থেকে দমদম
যদিও ব্লু লাইনে (Blue Line) ট্রেন সংখ্যা কমছে, অন্যান্য রুটে- গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ), ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর), পার্পল লাইন (মাঝেরহাট-ডায়মন্ড পার্ক) এবং অরেঞ্জ লাইন (শহিদ ক্ষুদিরাম-বেলেঘাটা)-সাধারণ দিনের মতোই স্বাভাবিক পরিষেবা মিলবে।
মেট্রো রেল (Metro Rail) সূত্রে আরও জানা গেছে, প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। যাত্রীদের সুবিধার্থে কর্তৃপক্ষ শিগগিরই টিকিট সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।