আসছে ‘দুই’ ‘কাদম্বিনী’! দুই চ্যানেলে একই ‘গল্পের’ দুই ধারাবাহিক

February 26, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলা টেলিভিশনের দুই নামী চ্যানেল প্রায় কাছাকাছি সময়ে একই গল্পের শো লঞ্চ করতে চলেছে। স্টার জলসা ও জি বাংলা, দুই চ্যানেলেই আসছে ‘কাদম্বিনী’। দুটি ধারাবাহিকের গল্পই এক। তাই প্রতিযোগিতাও এবার হাড্ডাহাড্ডি। প্রোমো ও টিজার ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়।

ছোট পর্দায় কনসেপ্ট নিয়ে টানাটানির খেলা কিন্তু বহু পুরনো। যে কারণে চ্যানেলগুলি তাদের নতুন শো নিয়ে প্রচণ্ড গোপনীয়তা বজায় রাখে। জি বাংলা-র ধারাবাহিকটির নাম ‘কাদম্বিনী’। প্রথম মহিলা গ্র্যাজুয়েট ও চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বায়োপিক।

https://www.facebook.com/ZeeBanglaIndia/videos/3597498783863183/?t=40

জি বাংলা-র ধারাবাহিকটির নাম ‘কাদম্বিনী’। গত ১৮ ফেব্রুয়ারি জি বাংলায় একই দিনে প্রকাশ্যে আসে ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনেত্রী ঊষসী রায়ের লুক। এই প্রথম কোনও কিংবদন্তি চরিত্রে অভিনয় করতে চলেছেন ঊষসী। জি বাংলা-র ‘কাদম্বিনী’-র প্রোমোটি লঞ্চ হতেই সাড়া পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ছিলেন ব্রিটিশ অধ্যুষিত ভারতের এবং তৎকালীন সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। সেটা ১৮৮৩ সাল। এরপর ১৮৮৬ সালে বেঙ্গল মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক হন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। এরপর তিনি চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে পাড়ি দেন। ১৮৯২ সালে দেশে ফিরে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। জি বাংলার প্রোমোতে তাই ১৮৯২ সালটির উল্লেখ রয়েছে। প্রোমোটি দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে

অন্যদিকে স্টার জলসার ধারাবাহিকটির নাম ‘প্রথমা কাদম্বিনী’ – রোগ বিয়োগে প্রথম বাঙালিনী। কিছুদিন আগে শুধুমাত্র টিজার প্রকাশ করেছিল স্টার জলসা। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এল প্রোমো এবং এই প্রোমোতেই সমস্ত জল্পনার অবসান ঘটল। নীচে রইল স্টার জলসা-র টিজার –

https://www.facebook.com/starjalshaofficialpage/videos/251788195981796/

এবার দুই চ্যানেলেই আসছে কিংবদন্তি মহিলা চিকিৎসকের বায়োপিক। অর্থাৎ বাংলা টেলিজগতে সম্মুখ সমর বলা যায়। একই গল্পের ২ টি টিজার লঞ্চ হওয়ায় দর্শকের মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। কোনটি বেশী জনপ্রিয় হয় এখন সেটাই দেখার। তবে দুই চ্যানেলের কেউই এখনও টাইম স্লট ঘোষণা করেনি ৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen