Bihar Elections: বোরখা তুলে মহিলাদের পরিচয় যাচাইয়ের আর্জি বিজেপির, পাল্টা আক্রমণে আরজেডি

বিহার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar) নেতৃত্বাধীন দলের সঙ্গে বৈঠকের পর বলেন, “বোরখা পরা মহিলা ভোটারদের মুখ ভোটার কার্ডের ছবির সঙ্গে মেলানো নিশ্চিত করতে হবে, যাতে শুধুমাত্র প্রকৃত ভোটাররাই ভোট দিতে পারেন।”
এই মন্তব্যের পরই আরজেডির তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়। দলের লোকসভা সাংসদ অভয় কুশওয়াহা বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ সংশোধনী (SIR) সম্পন্ন হয়েছে। নতুন ভোটার কার্ডে প্রত্যেকের নতুন ছবি রয়েছে। ভোটারদের শনাক্তকরণে কোনও সমস্যা নেই। বিজেপি শুধু নিজের বিভাজনমূলক রাজনীতি করতে চাইছে।”
প্রসঙ্গত, এর আগেও লোকসভা নির্বাচনের সময় একই বিতর্কে জড়িয়েছিল বিজেপি। দিল্লি বিজেপি সেবারও নির্বাচন কমিশনের কাছে একই রকম আবেদন করেছিল যাতে বোরখা পরা মহিলা ভোটারদের “যাচাই” করার জন্য। এমনকি হায়দরাবাদে বিজেপি প্রার্থী মাধবী লতা এক মুসলিম মহিলা ভোটারের পরিচয়পত্র যাচাই করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।
রাজনৈতিক মহলের মতে, বিজেপির এই দাবি নিছক ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষার জন্য নয়, বরং মুসলিম মহিলাদের টার্গেট করে বিভাজনমূলক রাজনীতির অংশ। নির্বাচনের মুখে সংখ্যালঘুদের সন্দেহের চোখে দেখা ও তাঁদের ওপর প্রশাসনিক চাপ তৈরি করাই বিজেপির আসল লক্ষ্য। গণতন্ত্রে যেখানে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সমান, সেখানে এমন মন্তব্যের মাধ্যমে বিজেপি আবারও প্রমাণ করল যে তাঁদের রাজনীতি অবিশ্বাস ও ভয়ের মিশ্রণে গড়া, সমতার নয়।