US: হায়দরাবাদের ছাত্রকে গুলি করে খুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের পেট্রোল পাম্পে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪০: মার্কিন যুক্তরাষ্ট্রে (United States of America) পড়াশোনার স্বপ্ন নিয়ে যাওয়া এক হায়দরাবাদি তরুণের প্রাণ চলে গেলো টেক্সাসের (Texas) একটি পেট্রোল পাম্পে। শুক্রবার (৩রা অক্টোবর, ২০২৫) রাতে ডালাস (Dallas) শহরে পার্টটাইম চাকরি করতে গিয়ে গুলিবিদ্ধ হন পোলে চন্দ্রশেখর।
মাত্র ২৮ বছর বয়সী এই ছাত্রের বাড়ি হায়দরাবাদের (Hyderabad) এলবি নগরে। ১৯৯৭ সালের ৪ঠা এপ্রিল জন্ম নেওয়া চন্দ্রশেখর দন্তচিকিৎসায় স্নাতক (BDS) হওয়ার পর উচ্চশিক্ষার লক্ষ্যে পাড়ি জমান মার্কিন মুলুকে। তিনি ডালাসের উত্তর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে (University of North Texas) ডেটা অ্যানালিটিক্সে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়েছিলেন।
তাঁর পেশাগত তথ্য অনুযায়ী, গত অগাষ্ট মাস থেকে তিনি GEICO-তে পার্টটাইম সিনিয়র ডেটা অ্যানালিস্ট (Senior Data Analyst) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আমেরিকান এক্সপ্রেসের চেন্নাই শাখায় ডেটা অ্যানালিস্ট এবং ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত হিটাচি এনার্জির (Hitachi Energy) ব্যাঙ্গালোর শাখায় প্রোগ্রামার অ্যানালিস্ট হিসেবে কাজ করেন।
ডালাস পুলিশ জানিয়েছে, পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য চন্দ্রশেখর একটি পেট্রোল পাম্পে কাজ করছিলেন। সেখানেই ডাকাতদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে তিনি নিহত হন। স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটে। ডাকাতি প্রতিহত করতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
বিদেশে স্বপ্নপূরণের পথে হঠাৎ করেই থেমে গেল এক তরুণের যাত্রা। এই মর্মান্তিক ঘটনায় দুই দেশেই শোকের ছায়া নেমে এসেছে। চন্দ্রশেখরের দেহ হায়দরাবাদে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।