Uttarakhand: ঋষিকেশে ফ্যাশন শোয়ে হস্তক্ষেপ আরএসএস-ঘনিষ্ঠ সংগঠনের

October 5, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক , দৃষ্টিভঙ্গি, ১৩:০০: উত্তরাখণ্ডের ঋষিকেশে (Rishikesh) এক মডেলিং রিহার্সালে হস্তক্ষেপ করার অভিযোগ উঠছে আরএসএস-ঘনিষ্ঠ (RSS) এক সংগঠনের বিরুদ্ধে। দীপাবলি মেলার প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই ফ্যাশন শোয়ের মহড়ায় তরুণীরা পাশ্চাত্য পোশাকে র‍্যাম্পে হাঁটছিলেন। সেই সময় ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ঘনিষ্ঠ সংগঠন ‘রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন’-এর সদস্যরা। তাঁদের দাবি, এমন পোশাক ও অনুষ্ঠান ঋষিকেশের আধ্যাত্মিক ভাবমূর্তিকে “কলঙ্কিত” করছে।

 

ঘটনাটি ঘটে শনিবার, শহরের এক হোটেলে। অনুষ্ঠানটির আয়োজক ছিল লায়ন্স ক্লাব ঋষিকেশ রয়্যাল (Lions Club of Rishikesh Royal)। ফ্যাশন শোয়ের মহড়া চলার মাঝপথেই উপরোক্ত সংগঠনের রাজ্য সভাপতি রাঘবেন্দ্র ভাটনাগরের নেতৃত্বে কয়েকজন ওই হোটেলে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, ঋষিকেশের মতো ধর্মীয় শহরে পাশ্চাত্য পোশাকে র‍্যাম্প ওয়াক করা “সনাতন ধর্মের মূল্যবোধের পরিপন্থী”। ভাটনাগর সাংবাদিকদের সামনে বলেন, “সনাতন ধর্মে নারীদের শালীন পোশাক পরার কথা বলা হয়েছে। এই ধরণের কার্যকলাপ সমাজ ও ধার্মিক অনুভূতিকে আঘাত করে।”

 

ঘটনাস্থলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন হোটেল মালিকের পুত্র প্রতিবাদকারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা তীব্র আকার নিলে স্থানীয় বাসিন্দারা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এক মডেল প্রতিবাদকারীদের মুখোমুখি দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরছেন।

 

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠছে বিজেপি-আরএসএসের “সংস্কৃতি রক্ষা”-র নামে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের রাজনীতি নিয়ে। সমালোচকদের মতে, বিজেপি ও আরএসএস নারী স্বাধীনতা, শিল্প এবং আধুনিকতার নামে মুখে বড়-বড় কথা বললেও, বাস্তবে তারা নারীদের পোশাক ও পছন্দের ওপর নিয়ন্ত্রণ চাপাতে চাইছে। ঋষিকেশের এই ঘটনাই প্রমাণ করছে, বিজেপি-আরএসএসের তথাকথিত সংস্কৃতি রক্ষা আসলে স্বাধীন চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen