বিধ্বস্ত উত্তরবঙ্গ! সোমবারই পৌঁছচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী আরও বলেন, ভূটানে প্রবল বর্ষণের জেরে উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘‘বৃষ্টিতে ভূটানের জলে ভরে গিয়েছে উত্তরবঙ্গ। এই বিপর্যয় দুর্ভাগ্যজনক। দুর্যোগ তো আমাদের কারও হাতে নেই। আমরা মর্মাহত। উত্তরবঙ্গের পাঁচটি জেলার সঙ্গে আমি আর মুখ্যসচিব ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছি। সকালে ডিজি ফোন করেছিলেন। সকাল ৬টা থেকে আমি মনিটরিং করছি।’’
মমতা জানিয়েছেন, শনিবার রাত থেকে ১২ ঘণ্টায় টানা বৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘‘১২ ঘণ্টা ধরে টানা তুমুল বৃষ্টি হয়েছে। মোট সাতটা জায়গায় ধস নেমেছে। আমি পরিস্থিতির দিকে নজর রাখছি। আশা করছি, কাল (সোমবার) বিকেল ৩টের মধ্যে পৌঁছে যাব।’’ মমতা জানিয়েছেন, আটকে পড়া পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানোর বন্দোবস্ত করবে রাজ্য সরকার। পর্যটকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পর্যটকরা অনেকে আটকে পড়েছেন। তাঁরা যেন তাড়াহুড়ো না করেন। আপনারা যেখানে আছেন, থাকুন। হোটেলগুলি যেন পর্যটকদের কাছ থেকে বাড়তি ভাড়া না-নেয়। প্রশাসন বিষয়টা দেখে নেবে।’’